Advertisement
Advertisement

Breaking News

করোনা

করোনায় আক্রান্ত কলকাতা পুলিশের আরও এক আধিকারিক, বাড়ছে আতঙ্ক

বারাকপুরে্র তালপুকুর বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল।

one police officer from Kolkata special branch COVID positive

ফাইল ফটো

Published by: Paramita Paul
  • Posted:May 4, 2020 9:36 pm
  • Updated:May 4, 2020 9:56 pm  

ব্রতদীপ ভট্টাচার্য, ব্যারাকপুর: ফের কলকাতা পুলিশে করোনার থাবা। এবার স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিক কোভিড পজিটিভ হলেন। সোমবার তাঁর লালারসের নমুনার রিপোর্ট আসে। তিনি আপাতত বারাসতের কদম্বগাছির কোভিড হাসপাতালে ভরতি রয়েছেন। রিপোর্ট আসার পরই তাঁর পরিবারের বাকি সদস্যদের কোয়ারেন্টাইন সেন্টারে
পাঠানো হয়েছে। এদিকে আক্রান্তের সংস্পর্শে কোন কোন পুলিশ কর্মী এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, সামাজিক দূরত্ব না মানায় বারাকপুরের তালপুকুর বাজার
অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল।

মাত্র ২৪ ঘণ্টা আগে প্রগতি ময়দান থানার এক আধিকারিক সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। এরপরই সোমবার কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিক আক্রান্ত হলেন। জানা গিয়েছে, ২৭ এপ্রিল জ্বর নিয়েই খড়দহের  বাড়িতে ফেরেন তিনি। পাড়ার একজন ডাক্তারকে দেখান তিনি। কিন্তু তাতেও জ্বর কমেনি। এরপর তিনি খড়দহের এক হাসপাতালে যান। ডাক্তারদের সন্দেহ হওয়ায় লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। তাতেই দেখা যায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এরপরই তাঁকে করোনা হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

[আরও পড়ুন: লকডাউনে ভাঁড়ারে টান, শহিদ পরিবারের সদস্যদের হাতে খাবার তুলে দিল তৃণমূল]

এদিনই বারাকপুরের তালপুকুর বাজার বন্ধ করে দেওয়া হল। অভিযোগ, ওই বাজারে প্রতিদিন বহু মানুষ আসছিলেন। সামাজিক দূরত্বের পাটবালাই ছিলনা বলেই অভিযোগ। ফলে এদিন প্রশাসনের তরফে গোটা বাজারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। আপাতত এলাকাবাসীর সুবিধার কথা মাথায় রেখে ৭০টি ঠেলার ব্যবস্থা করা হয়েছে। যাতে করে বাড়ি বাড়ি সবজি, মাছ, মাংস পৌঁছে দেওয়া হবে।প্রসঙ্গত, বারাকপুর এলাকার পরপর বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হল।

[আরও পড়ুন: ‘ব্যাধি দিল চিন, দাওয়াই দিল না’, গান গেয়ে করোনার বিরুদ্ধে জেহাদ ঘোষণা বৃহন্নলাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement