Advertisement
Advertisement

Breaking News

বিড়ির আগুন চাইতে এসে বধূকে ধর্ষণ, ধৃত যুবক

নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করছে পুলিশ।

One person held for allegedly raping a woman in bangao

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 16, 2019 8:13 pm
  • Updated:March 16, 2019 9:16 pm  

নিজস্ব সংবাদ দাতা, বনগাঁ: বাড়িতে ঢুকে বধূকে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় এলাকারই এক যুবক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায়। শুক্রবার রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হলে তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।   

[গোটা পশ্চিমবঙ্গই এখন স্পর্শকাতর, সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি ফেরানোর দাবি দিলীপের]

Advertisement

পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার সাতভাই কালীতলার বাসিন্দা বছর উনিশের ওই বধূ। শুক্রবার সন্ধে নাগাদ বাড়িতে একাই ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বধূর পূর্ব পরিচতি এক যুবক তাদের বাড়িতে যান। যুবকের নাম রামপ্রসাদ সানা। জানা গিয়েছে, বিড়ি জ্বালানোর নাম করে বধূর ঘরে ঢোকেন তিনি। অভিযোগ, এরপর বাড়ি ফাঁকা থাকার সুযোগে বধূকে ধর্ষণ  করে অভিযুক্ত। 

[ পাহাড়ে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল, ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে দল ]

স্থানীয় সূ্ত্রে খবর, এরপর রাতে ওই স্বামী বাড়ি ফিরলে তাঁকে গোটা ঘটনাটি জানান নির্যাতিতা। এরপরই নির্যাতিতা অভিযুক্তের বিরুদ্ধে বনগাঁ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে শুক্রবার রাতেই অভিযুক্ত রামপ্রসাদ সানাকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। এরপর, শনিবার অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তাঁকে বনগাঁ আদালতে তোলে পুলিশ। বিচারক সেই আবেদন মেনে ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই নির্যাতিতা ওই বধূর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করেছে পুলিশ। তদন্তের স্বার্থে নির্যাতিতাকেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement