নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মুহুরি পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম সুমন সাধু। বাড়ি বনগাঁ থানার আমলাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের প্রথম দিকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ওই ব্যক্তিকে। যদিও পরে জামিনে মুক্তি পায় সে। ফের একই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে বনগাঁর নেতাজি মার্কেট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরাবরই সাইকেলে গ্রামে-গ্রামে ঘুরে বেড়ায় সুমন সাধু নামে ওই ব্যক্তি। বেছে বেছে সহজ সরল মানুষকে নির্বাচন করে সে। এরপর নতুন গল্প ফেঁদে বিভিন্ন সরকারি দপ্তরের নাম ভাঁড়িয়ে প্রতারণা করে সে। জানা গিয়েছে, দিন পনেরো আগে বনগাঁর শিবপুর এলাকায় বাসিন্দা সত্যজিৎ প্রামাণিক নামে এক ব্যক্তির বাড়িতে যায় ওই ব্যক্তি। বনগাঁ আদালতের মুহুরি পরিচয় দিয়ে শুল্ক দপ্তরে আটক হওয়া ইঞ্জিন ভ্যান ২০ হাজার টাকার বিনিময়ে পাইয়ে দেওয়ার আশ্বাস দেয় সে। এরপর ইঞ্জিন ভ্যানের জন্য বেশ কিছু কাগজপত্র নিয়ে ওই ব্যক্তির বাড়িতে হাজির হন সুমন। সত্যজিৎ প্রামাণিক জানিয়েছেন, “আমাকে ১০ টি কাগজে পাঁচটি করে সই করতে বলে। আমি কুড়ি হাজার টাকা খামে ভরে দিই। এরপরই রেভিনিউ স্ট্যাম্প আনতে ভুলে গেছেন একথা বলে তার নিয়ে আসা খাম রেখে টাকা নিয়ে চলে যান সুমনবাবু।”
কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফিরে আসেনি সে। এরপর হঠাৎই সুমনের ফেলে যাওয়া খাম খুলতেই সত্যজিৎবাবু দেখেন, শুধুই সাদা কাগজ ভরা রয়েছে খামে। এরপরই বনগাঁ থানা দ্বারস্থ হয় হন সত্যজিৎবাবু৷ তাঁর থেকে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, চলতি বছরের শুরুতে শুল্ক দফতরের আধিকারিক পরিচয় দিয়ে ইঞ্জিন ভ্যান বিক্রির নামে প্রতারণা করে গ্রেপ্তার হয়েছিল ওই ব্যক্তি। দিন কয়েক আগে মিথ্যে পরিচয় দিয়ে বনগাঁর খয়রামারি এলাকার বাসিন্দা সন্ধ্যা হালদারের থেকে টাকা নিয়েছিল সুমন। আরও বহু মানুষ সুমনের চক্রান্তের শিকার বলে মনে করছে তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.