ছবি: প্রতীকী
অংশুপ্রতিম পাল, খড়গপুর: দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি কাটাতে লরির নিচে ঘুমনোই কাল। লরি চালাতেই চাকায় পিষে মৃত্যু হল ওই ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্ৰামীণ থানার চৌরঙ্গী এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কে। খড়গপুর গ্ৰামীণ থানার পুলিশ মৃত ব্যক্তির দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুরুলিয়ার বাসিন্দা ওই ব্যক্তির নাম নাম সুকুমার পতি। জানা গিয়েছে, বর্ধমান থেকে ফিরছিলেন তিনি। পথের মাঝে চৌরঙ্গী এলাকায় জাতীয় সড়কের পাশে একটি ধাবায় খাওয়াদাওয়া করেন। এরপর একটু জিরিয়ে নিতে সামনে দাঁড়িয়ে থাকা লরিটার নিচে ক্লান্ত শরীরে শুয়ে পড়েন। সকালে লরি গন্তব্যের দিকে রওনা হতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। চাকায় ছিন্নভিন্ন হয়ে যান ওই ব্যক্তি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে।
স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি পরিযায়ী শ্রমিক। যদিও অতিরিক্ত পুলিশ সুপার (খড়গপুর) কাজি সামসুদ্দিন আহমেদ বলেন, মৃত ব্যক্তি পরিযায়ী শ্রমিক কি না তা এখনই বলা সম্ভব নয়। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার পরেই ঘাতক লরিটি উধাও হয়ে গিয়েছে। তবে এদিন সকালে লরিচালক না জেনেই কেবিনে উঠে লরিটি চালাতে শুরু করেছিলেন। তাতেই এই পরিণতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.