Advertisement
Advertisement

বুনো শূকরের আক্রমণে সারেঙ্গায় মৃত যুবক, আহত ১

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

One man died after attacked by a wild boar
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 8, 2019 11:25 am
  • Updated:March 8, 2019 11:25 am  

দেবব্রত দাস, খাতড়া:  খাতড়ার পর এবার সারেঙ্গা। বুনো শূকরের আক্রমণে মৃত্যু হল এক যুবকের। জখম আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গা থানার বেলাটিকরি গ্রামে। আহত যুবক বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। 

[চোপড়ায় কর্তব্যরত কনস্টেবলকে গুলি করে খুন, এলাকায় চাঞ্চল্য]

সূত্রের খবর, সারেঙ্গা থানার শশনাড়া গ্রামের বাসিন্দা মিলন মাণ্ডি। বৃহস্পতিবার বেলাটিকরি গ্রামে  জঙ্গল লাগোয়া একটি বোরো ধানের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, সেই সময় হঠাৎ একটি বুনো শূকর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তির হাতে ও  পায়ে কামড় বসায় শূকরটি। বিষয়টি দেখতে পেয়ে তাঁকে বাঁচাতে পাশের জমি থেকে ছুটে যান কালাচাঁদ মুর্মু নামে এক ব্যক্তি। তাঁর উপরেও হামলা চালায় শূকরটি। এরপর শূকরটি জঙ্গলে ফিরে যায়। গুরুতর আহত অবস্থায় বেশ কিছুক্ষণ মাঠেই ছটফট করতে থাকেন ওই ২ ব্যক্তি। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সারেঙ্গা ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানে  চিকিৎসকেরা মিলন মাণ্ডিকে মৃত বলে ঘোষণা করেন। অবস্থা সংকটজনক হওয়ায় কালাচাঁদ মুর্মুকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা।

Advertisement

[ঘরোয়া বিবাদ, বিল্ডিং থাকলেও খোলা বারান্দায় চলছে স্কুলের পঠনপাঠন ]

মিলন মাণ্ডির মৃত্যুর প্রসঙ্গে সারেঙ্গার বিএমওএইচ বিশ্বরূপ সনগিরি বলেন, “প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অত্যধিক রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয়েছে তাঁর।” ঘটনার পর হাসপাতালে বসেও আতঙ্ক কাটছে না কালাচাঁদ মুর্মূর। চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে গোটা ঘটনাটির বিবরণ দিচ্ছেন নিজেই। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। জানা গিয়েছে, প্রায়ই ওই এলাকায় দেখা যায় বুনো শূকরকে। বনদপ্তরের পিরগাড়ি রেঞ্জ আধিকারিক সঞ্জীবকুমার সাহা এবিষয়ে বলেন, “ঘটনাটি শুনেছি। জঙ্গলে বুনো শূকর রয়েছে। বনকর্মীদের নজর রাখতে বলা হয়েছে।“ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement