চঞ্চল প্রধান, হলদিয়া: মৃত্যুর সঙ্গে লড়াইয়ে অবশেষে হার মানলেন হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটের অগ্নিকাণ্ডে দগ্ধ এক কর্মী। বুধবার দুপুরে হাসপাতালে মৃত্যু হল তাঁর। জানা গিয়েছে, শুক্রবার থেকেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় জখম আরও ১২ জন এখনও কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। এদিন হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে কাজ চলছিল। আচমকাই একাংশে আগুন দেখতে পান কর্মীরা। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ইউনিটের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আগুনের হাত থেকে বাঁচতে শুরু হয়ে যায় দৌড়োদৌড়ি। খবর পৌঁছায় দমকলেও। একে একে ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। কোনওক্রমে দমকল কর্মীরা ১৩ জন শ্রমিককে উদ্ধার করে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে স্থানীয় নার্সিংহোমে ভরতি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁদের মধ্যেই ছিলেন মহিষাদলের বাসিন্দা বছর ৩৫-এর সৌগত সামন্ত। শুক্রবার থেকেই কলকাতায় চিকিৎসা চলছিল তাঁর। বুধবার দুপুরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালের তরফে জানান হয়েছে, তাঁর দেহের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছিল। সৌগতবাবুর মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, প্রায় ৫ বছর ধরে হলদিয়া পেট্রো কেমিক্যালসে চাকরি করতেন সৌগত বাবু।
প্রসঙ্গত, এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবারের অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ১২ জন। সূত্রের খবর, তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কীভাবে হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে শুক্রবার আগুন লাগল, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ সন্ধানে চলছে তদন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.