Advertisement
Advertisement

এলাকায় তাণ্ডবের অভিযোগ, গয়েশপুরে গণপিটুনিতে মৃত দু্ষ্কৃতী

এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের কথা স্বীকার করে নেয় কল্যাণী থানার পুলিশ।

One died being lynched in gayeshpur, police started invsetigation
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 28, 2019 5:30 pm
  • Updated:July 28, 2019 5:30 pm  

সুবীর দাস, কল্যাণী: এবার গণপিটুনিতে দুষ্কৃতীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরে। গুরুতর জখম আরও এক দুষ্কৃতী হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

[আরও পড়ুন: নদিয়ায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা প্রভাবশালী তৃণমূল নেতার]

ঘটনার সূত্রপাত মাস খানেক আগে। জানা গিয়েছে, রাতে এলাকার একটি বিল পাহাড়া দিত তিন দুষ্কৃতী। কিন্তু দিনের বেলায় এলাকায় কার্যত সন্ত্রাস ছড়াত তারা। একাধিকবার এলাকার যুবকদের মারধর থেকে শুরু করে মহিলাদের উত্যক্ত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার রাতেও একই ঘটনা ঘটে। এদিন ওই বিলের পাশ থেকে যাওয়ার সময় দুই যুবকের পথ আটকায় অভিযুক্তরা। তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দেয় ওই দুষ্কৃতীরা। এই খবর চাউর হতেই রাগে ফুঁসতে শুরু করেন স্থানীয়রা। এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্ত ৩ দুষ্কৃতীর উপর চড়াও হন। বেধড়ক মারধর করা হয় তাদের। প্রাণে বাঁচতে বাইক নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। ঘটনাস্থল সংলগ্ন এলাকার একটি জলাশয়ে ঝাঁপ দেন অপরজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ।

Advertisement

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের হাত থেকে মিলন মৈত্র নামে একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করে কল্যাণী থানার পুলিশ। এরপর এলাকার জলাশয় থেকে উদ্ধার হয় জনেক সরকার নামে আরও এক দুষ্কৃতীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গণপিটুনির জেরেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় অসামাজিক কাজকর্ম চালাচ্ছিল দুষ্কৃতীরা। প্রতিবাদ করতে গেলে হুমকির মুখেও পড়তে হত তাদের। পুলিশের তরফেও স্বীকার করে নেওয়া হয়েছে আক্রান্তদের দৌরাত্ম্যের কথা। কিন্তু ঠিক কী হয়েছিল শনিবার রাতে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।     

[আরও পড়ুন: প্রতিবেশীকে খুন করে মাটিতে পুঁতে দিলেন বধূ, থানায় গিয়ে আত্মসমর্পণ মহিলার]

   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement