Advertisement
Advertisement

চিকিৎসকের চেম্বারে ভাঙচুর, গণপিটুনিতে মৃত্যু মানসিক ভারসাম্যহীন যুবকের

আলিপুরদুয়ারে গণপিটুনিতে আহত হয়েছে আরও ১ যুবক।

One died being lynched in baharampur, police started investigation
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 4, 2019 4:12 pm
  • Updated:September 4, 2019 4:16 pm  

কল্যাণ চন্দ ও শান্তনু কর: ফের রাজ্যে গণপিটুনিতে মৃত্যু হল মানসিক ভারসাম্যহীন ১ যুবকের। বুধবার সকালে বহরমপুরে এক চিকিৎসকের চেম্বারে ভাঙচুরের অভিযোগে ওই মানসিক ভারসাম্যহীন যুবককে বেধড়ক মারধর করে স্থানীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অন্যদিকে, মঙ্গলবার রাতে ছেলেধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনির ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে। ইতিমধ্যেই পৃথক দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন:মুড়ি-পিঁয়াজ থেকে ডিম-ভাত, প্রশাসনের উদ্যোগে রাতারাতি মিড ডে মিলের মেনুতে বদল]

জানা গিয়েছে, বুধবার দুপুরে বহরমপুরের লালদিঘি এলাকায় এক চিকিৎসকের চেম্বারে ঢুকে পড়ে খাবির শেখ নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক। চিকিৎসক না থাকায় তাঁর চেয়ারে বসে পড়ে ওই যুবক। অভিযোগ, এরপর চিৎকার করতে করতে চিকিৎসকের চেয়ার তুলে ছুড়ে ফেলে সে। তাকে বাইরে বেরতে বললে ভিতর থেকে দরজাও বন্ধ করে দেয়। পরে দু’জন সিভিক ভলান্টিয়র তাকে বাইরে বের করে আনে। এরপরই ওই যুবকের উপর চড়াও হয় স্থানীয়রা। বেধড়ক মারধর করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দোকান মালিক-সহ দুজনকে।

Advertisement
beaten
মৃত খাবির শেখ

অন্যদিকে, মঙ্গলবার রাতে ছেলেধরা সন্দেহে এক ভারসাম্যহীন যুবককে বেধড়ক মারধর করা হয় আলিপুরদুয়ারের রাজগঞ্জের দেবেন্দ্রনগর এলাকায়। খবর পেয়ে যুবককে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় রাজগঞ্জ থানার পুলিশ। সেখানে পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ইটবৃষ্টি করে বলে অভিযোগ। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে কোনওক্রমে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিছুদিন আগেই বিধানসভায় পাশ হয়ে গিয়েছে গণপিটুনি প্রতিরোধ বিল৷ কিন্তু তাতে যে আদতে কোনও পরিবর্তনই ঘটেনি, তার প্রমাণ এদিনের ঘটনা।

[আরও পড়ুন:জোড়া পরকীয়া, গৃহবধূকে খুন করল প্রথম প্রেমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement