ছবি: প্রতীকী
অরূপ বসাক, মালবাজার: দেবীপক্ষে নিজের দেড় বছরের সন্তানকে বিক্রি করতে এসে হাতেনাতে পাকড়াও চা-শ্রমিক৷ মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজারের ঘটনা৷ জানা গিয়েছে, সোমবার দুপুরে কৈলাশপুর চা-বাগানের বাসিন্দা বিশ্বনাথ ওড়াও দেড় বছরের ছেলেকে ওদলাবাড়ি বাজারে বিক্রি করতে নিয়ে যান৷ নিজের সন্তানের দার ৫০ হাজার টাকা তোলেন চা বাগান শ্রমিক৷ শিশু বিক্রির খবর পেয়ে ক্রেতা সেজে ঘটনাস্থলে যান দুই সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা৷ তখন বিশ্বনাথ ওরাও ছেলেকে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি করতে রাজি হয়ে যান৷
ওদলাবাড়ির সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বিশ্বনাথ ওরাওকে ধরে ফেলেন৷ খবর দেওয়া হয় মালবাজার পুলিশকে৷ পরে শিশুটির শারীরিক অবস্থা ভাল না থাকায় তাকে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করানো হয়েছে বলে খবর৷ সেচ্ছাসেবী সংস্থার সদস্য বিকাশ দেবরায় ও নফসর আলি জানান, এই ব্যক্তির ৫টি সন্তান রয়েছে। ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ওই সন্তানের চিকিৎসা করানোর নাম করে বাজারে বিক্রি করতে গিয়ে ধরা পরে যায়।
[লকআপে আত্মহত্যার চেষ্টা আসামীর, কাঠগড়ায় বনগাঁ থানার পুলিশ]
শিশু বিক্রির অভিযোগে মদ্যপ ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ এদিনের এই ঘটনা প্রসঙ্গে চা-শ্রমিক বিশ্বনাথ বলে, ‘‘বাড়িতে অভাব৷ সেই কারণে আমার ছোট ছেলেকে বিক্রি করতে চেয়েছিলাম।’’ শিশু কেনা বেচার কোনও চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মালবাজার পুলিশ। মালবাজার থানার ওসি অনিন্দ্য ভট্টাচার্য গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে৷
[পুজোয় কয়েদখানায় ভূরিভোজ, জানেন কী থাকছে মেনুতে?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.