Advertisement
Advertisement

ঘূর্ণিঝড় দুর্বল হলেই বাড়বে ঠান্ডা

আবহাওয়াবিদদের আশা আগামী সপ্তাহজুড়ে ঠান্ডার এই আমেজ থাকবে৷

once cyclone weakens cold will increase in bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 9:31 am
  • Updated:December 11, 2016 11:22 am  

স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ‘ভারদা’ যত দুর্বল হবে ততই রাজ্যের আকাশে ঢুকবে উত্তুরে হাওয়া৷ যার সঙ্গে পাল্লা দিয়েই কমবে তাপমাত্রা৷ এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ আবহাওয়াবিদদের আশা আগামী সপ্তাহজুড়ে ঠান্ডার এই আমেজ থাকবে৷ নতুন করে কোনও ঘূর্ণাবর্ত তৈরি না হলে শীতের পথে কোনও বাধা তৈরি হওয়ার সম্ভাবনা নেই৷ সেক্ষেত্রে ১৫ ডিসেম্বর না হলেও ২০ তারিখ নাগাদ রাজ্যে শীত আসার সম্ভাবনাও প্রবল৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার ও সোমবার আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা৷ পরিষ্কার আকাশের পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫-১৬ ডিগ্রির আশেপাশে৷ রাতের দিকে তাপমাত্রা আরও কম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে৷

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড় ‘ভারদা’ অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে৷ এই ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই জাঁকিয়ে শীতের আমেজ পাবে রাজ্যবাসী৷ শুক্রবার সকাল থেকে তাপমাত্রা কমতে শুরু করে৷ শনিবার সকালে তাপমাত্রা আরও এক ডিগ্রি কমেছে স্বাভাবিকের তুলনায়৷

Advertisement

ভোর থেকে বেলা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা৷ এই কারণে স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে৷ তার প্রভাব পড়ছে এই রাজ্যেও৷ হাওড়ায় ফিরতি ট্রেনগুলি যথাসময়ে না পৌঁছনোয় শনিবার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল কিংবা ছাড়ার সময় পরিবর্তন হয়েছে৷ ঠান্ডার আমেজকে সঙ্গে নিয়েই কি রাজ্যে শীত ঢুকে পড়ল? রাজ্যে শীত ঢুকে পড়েছে এই তথ্যে এখনই শিলমোহর দিতে নারাজ আবহাওয়া অফিস৷ কারণ হিসাবে তাঁরা জানাচ্ছেন, নিম্নচাপ অন্ধ্র উপকূলের দিকে সরে গেলেও সেখানে কী পরিস্থিতি হয় তার উপরেও এ রাজ্যের আবহাওয়ার ভবিষ্যত্‍ অনেকটাই নির্ভর করছে৷ ভোরের দিকে কুয়াশার দাপট কিছুটা কমার পাশাপাশি প্রখর রোদ শীতের আমেজকে আরও একটু ইন্ধন জুগিয়ে চলেছে৷ ফলে বিকেল চারটে বাজার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যাচেছ শহরবাসীর হাতের তালু৷ সাতসকালেই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি৷ যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম৷ আর এতেই সকাল থেকে গায়ে উঠেছে সোয়েটার৷ বাড়ির ছাদে উঁকি দিতে শুরু করেছে কম্বলে রোদ খাওয়ানোর প্রক্রিয়া৷

ঠান্ডার এই আমেজের আনন্দ নিতে ব্যস্ত এখন ভ্রমণপিপাসু বাঙালি৷ এ বছরের প্রথম শীতের আমেজ শহরে ঢুকতেই রবিবার সকাল থেকে এক ধাক্কায় যেন ময়দানের ভিড়টা বেড়েছে চোখে পড়ার মতো৷ ভোরের শিশিরের ছোঁয়া উপভোগ করতে সকাল থেকেই ময়দানে ভিড় বাড়িয়েছেন বহু লোক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement