Advertisement
Advertisement

Breaking News

বিয়ের বাড়ি থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট বরযাত্রীদের বাস, বরাত জোরে রক্ষা

একজন ভরতি হাসপাতালে৷

On the way to back from the marriage ceremony, the bus Electrofuted
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2018 9:02 pm
  • Updated:June 19, 2018 9:02 pm  

নন্দন দত্ত, সিউড়ি: সোমবার ছেলের বিয়ে দিয়ে মঙ্গলবার ফিরছিল বরযাত্রী বোঝাই বাস৷ হঠাৎই বীরভূমের মহম্মদবাজার থানার সেনবাঁধা গ্রামের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে বাসটি৷ আর তাতেই হুলস্থুল অবস্থা বেধে যায় বাসের মধ্যে থাকা বরযাত্রীদের মধ্যে৷ তাড়াহুড়ো করে নামতে গিয়ে জখম হন কয়েকজন৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁকে ভরতি করা হয়েছে রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে৷ ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন বাসের অন্যান্য যাত্রীরা৷

[সাবধান! কানে মোবাইল দিয়ে বাইক চালালে বাতিল হতে পারে লাইন্সেস]

Advertisement

জানা গিয়েছে, সোমবার রাতে বিয়ের অনুষ্ঠান ছিল ঝাড়খণ্ডের আমড়াপাড়া সংলগ্ন পচইজোড় গ্রামে৷ আর বরযাত্রীরা ছিলেন সেনবাঁধা গ্রামের বাসিন্দা৷ মঙ্গলবার দুপুরের দিকে বিয়ের অনুষ্ঠান থেকে ৩০ জন বরযাত্রীকে নিয়ে ফিরছিল বাসটি৷ বাসের ছাদে রাখা ছিল বিয়েতে পাওয়া বিভিন্ন উপহার এবং যৌতুকে পাওয়া খাট ও স্টিলের আলমারি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেনবাঁধা গ্রাম ঢোকার আগেই শালবাদরা গ্রামের কাছে রাস্তার উপরে থাকা শক্তিশালী বিদ্যুতের তারের সঙ্গে আলমারিটির সংযোগ ঘটে। বিদ্যুতের তারের উপর একটি গাছের ডাল পরে ছিল। সেই ডালের সঙ্গে বাসের ছাদে থাকা স্টিলের আলমারিটি আটকে যায়৷ এমতোবস্থায় বাস চলতে থাকলে তারটা ছিঁড়ে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সম্পূর্ণ বাসটি৷ সঙ্গে সঙ্গে বাসের কেবিনে থাকা বরযাত্রীরা ঝটকা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বাসের ছাদ থেকে বিদ্যুতের ফুলকি মাটিতে পড়তে থাকে৷ বাস থেকে তাড়াহুড়ো করে নামতে যায় অন্যান্য বরযাত্রীরা। তাতেই জখম হন বেশ কয়েকজন বরযাত্রী৷ বাসের মধ্যেই পড়ে যান কেবিনে থাকা পাঁচজন বরযাত্রী৷

[ইলিশ বা বোরলি নয়, জলপাইগুড়িতে জামাইষষ্ঠীর বাজার কাঁপাল কাতলা]

জানা গিয়েছে, সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাই খবর দেন স্থানীয় থানা ও হাসপাতালে৷ প্রাথমিক ভাবে তাঁরাই প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। কিছুক্ষণের মধ্যে মহম্মদবাজারের পুলিশ এসে জখম বরযাত্রীদের উদ্ধার করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন রামপুরহাট মহকুমা শাসক৷ উদ্ধার করা বরযাত্রীদের অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয়৷ গুরুতর জখম একজনকে ভরতি করা হয় রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটির একটা অংশ পুড়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement