সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের অনুষ্ঠানে কেক খাওয়ার পর মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন পুলিশকর্তা। ভাইরাল এই ভিডিও ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। কীভাবে একজন উর্দিধারী মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন, সেই প্রশ্ন করছেন প্রায় সকলেই। বিজেপি সাংসদ অর্জুন সিং ঘটনার তীব্র নিন্দায় সরব। যদিও এ বিষয়ে ওই পুলিশ আধিকারিকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত সপ্তাহেই দিঘায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। ওইদিনই ছিল ডিরেক্টর সিকিউরিটিজ বিনীত গোয়েলের জন্মদিন। তা পালন করতেই দিঘার সৈকতে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি নেটদুনিয়ায় ওই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়ে যায়। মাত্র ৮ সেকেন্ডের ওই ভিডিওয় দেখা গিয়েছে দিঘার সমুদ্রের পাড়ে কেক কাটা এবং প্রণাম পর্ব। কেক কাটার অনুষ্ঠানে ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ শিশির অধিকারী, ডিরেক্টর সিকিউরিটিজ বিনীত গোয়েল এবং রাজ্যের আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেক খাইয়ে দিচ্ছেন রাজীব মিশ্রকে। কেক খাওয়ার পর মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন উর্দিধারী। বিনীত গোয়েল, রাজীব মিশ্রের পর ওই কেকের টুকরো সাংসদ শিশির অধিকারীকেও খাইয়ে দেন মমতা। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে প্রণাম করে বিতর্কে জড়িয়েছেন রাজীব মিশ্র।
আর এই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই উঠছে সমালোচনার ঝড়। কীভাবে একজন পুলিশ আধিকারিক উর্দি পরা অবস্থায় মুখ্যমন্ত্রীর পা ছুঁতে পারেন, তা নিয়েই প্রশ্ন তুলছেন সকলেই। এভাবে রাজীব মিশ্র পুলিশের পোশাকের অবমাননা করেছেন বলেই দাবি অনেকের। পুলিশকর্তা কর্তব্যরত অবস্থায় একজন মুখ্যমন্ত্রীকে স্যালুট করতে পারেন ঠিকই। তবে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করা সার্ভিস রুলের পরিপন্থী বলেই দাবি শীর্ষ পুলিশ আধিকারিকদের।
এই ঘটনাটিকে ইস্যু করে ঘোলাজলে মাছ ধরতে আসরে নেমেছে বিজেপি। বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ভিডিওটি টুইট করেছেন। একজন উর্দিধারীর মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করা লজ্জাজনক বলেই কটাক্ষ করেন তিনি। যদিও অর্জুন সিংয়ের আপলোড করা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি SangbadPratidin.in।
What is happening? On duty police officer touches feet of CM, this is shameful for uniform of police as well as Office of Chief Minister.#shame #mamatabanerjee #bengal pic.twitter.com/pf3aQRnEOi
— Arjun Singh (@ArjunsinghWB) August 28, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.