ছবি: প্রতীকী
ক্ষীরোদ ভট্টাচার্য: একুশের শেষে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রন (Omicron)। এ রাজ্যেও এই স্ট্রেনের প্রকোপ বাড়ছে। এখনও পর্যন্ত বাংলায় ১০ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। বুধবারই জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট এসেছে। ১০৭ জনের মধ্য়ে ৫ জন ওমিক্রন পজিটিভ। আগেই পাঁচজনের শরীরে মিলেছিল করোনার নতুন স্ট্রেন। ফলে বাংলায় মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০। নতুন সংক্রমিতদের মধ্য়ে মাত্র ১ জনই বিদেশফেরত, বাকিরা সকলেই স্থানীয় বলে খবর স্বাস্থ্যদপ্তর সূত্রে।
এই অবস্থায় কেন্দ্রের তরফে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করে বাড়তি সতর্কবার্তা দেওয়া হয়েছে মঙ্গলবারই। আর রাতেই বিদেশফেরত যাত্রীদের জন্য নতুন করে কোভিড (COVID-19) বিধি জারি করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। বিদেশ থেকে কলকাতা বিমানবন্দরে নামলে এবার থেকে একাধিক নতুন নিয়ম মেনে চলতে হবে যাত্রীদের। নতুন করে বিজ্ঞপ্তি জারি করলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
Retesting of International Travellrs_27.12.2021_0001
বিমানবন্দরে নামলে কোভিড পরীক্ষার জন্য RT-PCR টেস্ট হচ্ছিল এতদিন। তাতে নেগেটিভ হলে স্বাভাবিক জীবনযাপন করা যেত। কিন্তু এবার থেকে নেগেটিভ হলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার ৮ দিন পর ফের কোভিড টেস্ট করতে হবে। একঝলকে দেখে নিন রাজ্যের জারি করা নতুন নিয়মগুলি –
স্বাস্থ্যদপ্তরের তরফে বেশি জোর দেওয়া হয়েছে সমন্বয়ে। জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিকদের বাড়তি দায়িত্ব – নিজেদের এলাকায় বিদেশফেরত যাত্রীদের উপর নজর রাখা। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে খবর স্বাস্থ্যদপ্তর সূত্রে। বুধবার থেকেই লাগু হচ্ছে নয়া নিয়ম।
বিষয়টি নিয়ে এদিন সাগরের প্রশাসনিক বৈঠকে মুখ্য়মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। ওমিক্রন থেকে বাঁচতে নতুন কী কী সাবধানতা অবলম্বন করা যায়, সে বিষয়ে স্বাস্থ্যসচিবকে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, বিদেশফেরত যাত্রীদের থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, তার জন্য ফের একদফা কড়া কোভিডবিধি জারি হয়েছে। এছাড়া প্রত্যেক যাত্রীর খবর রাখা হচ্ছে ফোন করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.