চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে নিন্দনীয় ঘটনা। প্রবীণ এক বিজেপি সমর্থককে রাস্তায় ফেলে বেধড়ক মারের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। কিল-চড়-লাথি-ঘুষির পর নানচাকু হাতে তাঁর দিকে তেড়ে গেলেন দুষ্কৃতীরা। ঘটনা আসানসোলের সালানপুরের। দলীয় সমর্থকের উপর এই হামলার ভিডিও হাতে আসতেই তা ভাইরাল হয়েছে। সালানপুর থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। রবিবার সন্ধেবেলা দলীয় কর্মীর বাড়িতে বিজেপি নেতারা হুঁশিয়ারি দেন, ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে, বড় আন্দোলন হবে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। নন্দকিশোর চৌহ্বান নামে ষাটোর্ধ্ব ওই বিজেপি সমর্থকের বাড়ির সামনে দিয়ে রূপনায়ারণপুর-নিয়ামতপুর সংযোগকারীর বড় রাস্তার কাজ চলছে পূর্ত দপ্তরের তরফে। সেই কারণে জলের লাইনের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় জল সরবরাহ ব্যাহত হয়েছে। শুক্রবার নন্দকিশোরবাবু জলের লাইনটি ঠিক করে দেওয়ার কথা বলেছিলেন স্থানীয় তৃণমূল কর্মীদের। অভিযোগ, সেইসময়েই তাঁকে হুমকির মুখে পড়তে হয়। তিনি বিজেপি সমর্থক, তাঁর ছেলে বিজেপির সক্রিয় কর্মী বলে বারবার প্রশ্ন তুলে, নানা কটাক্ষ করা হয়। তিনি সেসব উপেক্ষা করে বাড়ি ফিরে আসেন। পরেরদিন ঝামেলা মিটেও যায়।
কিন্তু শনিবার বিকেলেই ফের নন্দকিশোরের বাড়িতে ঢুকে হামলা চলে বলে অভিযোগ। বাড়ি থেকে তাঁকে টেনে বের করে রাস্তায় নিয়ে আসা হয়। তারপর কয়েকজন মিলে কিল-চড়-ঘুষি মারতে থাকেন তাঁকে। নানচাকু দিয়ে আঘাত করা হয়। তাঁকে বাঁচাতে গেলে স্ত্রী ও পুত্রবধূকেও রেয়াত করা হয়নি বলে অভিযোগ। এই মারধরের সময় গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করে রাখেন এক প্রতিবেশী। তাঁর মাধ্যমে ভিডিওটি হাতে পায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারপরই তা ভাইরাল হয়ে যায়। জেলা বিজেপি নেতৃত্বই সালানপুর থানায় অভিযোগ দায়ের করে নন্দকিশোরের হয়ে। তবে দুষ্কৃতীরা এখনও অধরা।
রবিবার আক্রান্ত বিজেপি সমর্থকের বাড়িতে যান যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায়। তিনি অভিযোগ তুলেছেন ব্লক তৃণমূল সম্পাদক ভোলা সিংয়ের বিরুদ্ধে। তাঁর আরও হুঁশিয়ারি, ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে, বড় আন্দোলনে নামবেন তাঁরা। অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতার পালটা সাফাই, ওটা প্রতিবেশীদের মধ্যে বিবাদের জেরে এই ঘটনা। তৃণমূলের কেউই এর সঙ্গে জড়িত নয়। ভিডিওটি নিয়ে শোরগোল শুরু হয়েছে।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.