Advertisement
Advertisement

Breaking News

Bankura

ব্যায়াম করতে গিয়ে ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের, বিষ্ণুপুরের ঘটনায় শোরগোল

পড়েই মৃত্যু নাকি খুন? রহস্য দানা বাঁধছে।

Old man falls to death from the roof while practising exercise at Bankura | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:July 31, 2023 10:34 am
  • Updated:July 31, 2023 11:00 am  

টিটুন মল্লিক, বাঁকুড়া: সাতসকালে মর্মান্তিক ঘটনা বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে। ব্যায়াম করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি বিষ্ণুপুর থানা এলাকার ১৫ নং ওয়ার্ডের বইলা পাড়ার। জানা গিয়েছে, মৃতের নাম স্বপন কুমার দে। বয়স ৭৩ বছর। এভাবে তাঁর মৃত্যুতে অবশ্য রহস্য দেখছেন কেউ কেউ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য (Postmortem)পাঠানো হয়েছে।

Old man falls to death from the roof while practising exercise at Bankura
এই বাড়ির ছাদ থেকেই পড়ে যান স্বপনবাবু।

সোমবার সকালে প্রতিদিনের মতোই বাড়ির ছাদে ব্যায়াম করছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী স্বপন কুমার দে। বইলা পাড়া এলাকায় তাঁর দোতলা বাড়ি। তিনতলার ছাদ থেকে আচমকাই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। সত্যিই কি পড়ে প্রাণ হারিয়েছেন নাকি কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছে? এই প্রশ্ন উঠছে। প্রতিবেশীরা জানিয়েছেন, স্বপনাববুর স্ত্রী আগেই মারা গিয়েছেন। বাড়িতে তিনি থাকেন মেয়েকে নিয়ে। মেয়ে বিশেষ চাহিদাসম্পন্ন। এই অবস্থায় স্বপনবাবুর এমন আচমকা মৃত্যুর নেপথ্যে রহস্য দানা বাঁধছে।

Advertisement

[আরও পড়ুন: কলকাতায় পাক ও চিনা ‘বউ’দের উপর গোয়েন্দা নজর, কার্যকলাপ জানতে তৈরি হচ্ছে ডেটা বেসও]

প্রতিবেশীরা জানাচ্ছেন, সকালের দিকে পাশে স্বপনবাবুর বাড়ি থেকে একটা আওয়াজ শুনতে পান। তারপর তাঁরা বেরিয়ে দেখেন, স্বপনবাবু সামনের রাস্তায় পড়ে আছেন, মাথা ও নাক-মুখ থেকে রক্ত বেরচ্ছে। তাঁকে তড়িঘড়ি বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। এদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে কান্নাকাটি করছেন মানসিক ভারসাম্যহীন মেয়ে। স্বপনবাবুর তেমন কোনও আত্মীয় নেই। ফলে মেয়েটিকে দেখারও কেউ রইল না বলে মনে করছেন প্রতিবেশীরা। 

[আরও পড়ুন: সীমান্তে খতম অনুপ্রবেশকারী, পাকিস্তান-চিনকে বার্তা দিয়ে কাশ্মীরে উড়ল ভারতে তৈরি তেজস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement