Advertisement
Advertisement

Breaking News

Physical Assault

কবিরাজি চিকিৎসার নাম করে প্রতিবেশীর সাহায্যে রোগীকে ধর্ষণ! মন্তেশ্বরে গ্রেপ্তার বৃদ্ধ

প্রতিবেশী যুবকই তাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ।

Old man arrested accused of being physically assault of a housewife in the name of her treatment | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:June 30, 2023 10:24 pm
  • Updated:June 30, 2023 10:27 pm  

অভিষেক চৌধুরী, কালনা: বাড়িতে কেউ না থাকার সুযোগে শারীরিকভাবে অসুস্থ এক বধূকে কবিরাজী চিকিৎসার নাম করে ধর্ষণের (Rape)অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের (East Burdwan) মন্তেশ্বরের বামুনপাড়া এলাকায় এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে মন্তেশ্বর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ধৃতের নাম কার্তিক সাঁতরা। তার বাড়ি মন্তেশ্বরের মামুদপুর ১ পঞ্চায়েতের মামুদপুর গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিরিশ বছর বয়সী ওই বধূ বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ (Sick) হয়ে পড়েছিলেন। বামুনপাড়া এলাকায় বাপের বাড়িতে থাকাকালীন ওই বধূর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। তা জানতে পেরে স্থানীয় যুবক রাজেশ্বর দাস গৃহবধূকে কবিরাজি চিকিৎসার কথা বলেন। কবিরাজী চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এমনই ভরসার কথা শোনান প্রতিবেশী রাজেশ্বর।

Advertisement

[আরও পড়ুন: নিজের জন্মদিনে গ্রাহকদের অভিনব উপহার! জোম্যাটোর ডেলিভারি বয়ের ‘কাণ্ডে’ মুগ্ধ নেটদুনিয়া]

এই কথা শুনে বিশ্বাস করেন অসুস্থ গৃহবধূ। অভিযোগ, এরপরেই গত ২৬ জুন দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাজেশ্বর দাস নামের ওই যুবক ওই গৃহবধূর বাড়িতে ৬২ বছর বয়সী বৃদ্ধ কার্তিক সাঁতরাকে নিয়ে যায়। কবিরাজি চিকিৎসার (Treatment) নাম করে বাড়ির উঠোনে রাজেশ্বরকে দাঁড় করিয়ে ওই বৃদ্ধ ঘরের ভিতরে যান। তারপরেই ওই বধূকে ধর্ষণের অভিযোগ ওঠে বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনার পর ওই বধূ ভয়ে ও লজ্জায় কাউকে তেমন কিছু বলতে পারেননি। পরে শুক্রবার তিনি কার্তিক সাঁতরা নামে ওই বৃদ্ধের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

[আরও পড়ুন: ৬০০ টাকা কেজি! লঙ্কার ঝালে মুখ পুড়ছে বাংলাদেশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement