Advertisement
Advertisement

Breaking News

বন্ধ ১০০ দিনের কাজের টাকা, ঝুঁকি নিয়েই ভিনরাজ্যে পাড়ি, ট্রেন দুর্ঘটনার পর আতঙ্কে পরিযায়ীরা

১০০ দিন প্রকল্পে কাজ বন্ধ করে দেওয়ার জন্য এই অবস্থা, দুষছেন শাসকদলের নেতারাও।

Odisha train crash send ripples of terror in Bengal's migrant labourer community | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:June 5, 2023 8:06 pm
  • Updated:June 5, 2023 8:07 pm  

দেবব্রত দাস, খাতড়া: পেটের টান যে বড় টান। সেই টানেই এলাকায় দিনমজুরি করে কোনওরকমে সংসার চালাতে হয়। কেন্দ্র সরকার ১০০ দিন কাজের প্রকল্প বন্ধ করে দেওয়ায় আরও বিপাকে পড়েছেন ওঁরা। তাই পেটের টানে ভিন রাজ্যে কাজ খুঁজতে ছুটতে হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষদের। কেন্দ্র ১০০ দিন কাজের প্রকল্প বন্ধ করে দেওয়ায় কাজ খুঁজতে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে বলে দাবি করেছেন অভিশপ্ত করমন্ডল এক্সপ্রেসের যাত্রী প্রাণে বেঁচে যাওয়া বাঁকুড়ার জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকরা। কেন্দ্র সরকার এ রাজ্যে ১০০ দিন প্রকল্পে কাজ বন্ধ করে দেওয়ার জন্য এই অবস্থা তৈরি হয়েছে বলে দুষছেন শাসকদলের নেতারাও।

গত শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন বাঁকুড়ার জঙ্গলমহল সারেঙ্গার বাসিন্দা সৌরভ রজক। কোনরকমে প্রাণে বেঁচে ফেরা সৌরভের কথায়, “এখানে কাজ নেই। কেন্দ্র সরকার ১০০ দিন প্রকল্পে কাজ বন্ধ করে দিয়েছে। দিন মজুরি করে সংসার চালাতে হয় আমার মতো অনেককে। এলাকায় কাজ না পেয়ে তাই পেটের টানে বাড়ি ছেড়ে চেন্নাই যাচ্ছিলাম। বরাত জোরে প্রাণে বেঁচে ফিরেছি। কিন্তু এখন করব কী। কাজ তো কিছু করতে হবে। ১০০ দিন প্রকল্পে কাজ হলে এখানেই কাজ পেতাম। কিন্তু সবই তো বন্ধ।”

Advertisement

[আরও পড়ুন: ভারত থেকে চোরাই মোবাইল যাচ্ছে ওপার বাংলায়! ‘করিডর’ মালদহ, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

সারেঙ্গার পাঞ্চুরের বাসিন্দা আর এক পরিযায়ী শ্রমিক মিঠুন ভুঁইয়া বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প নিয়েছেন। ১০০ দিন প্রকল্পে কাজ পাচ্ছিলাম। কিন্তু এখন কেন্দ্রের তরফে ১০০ দিনের কাজ শুধু বন্ধ নয়। আগের বকেয়া মজুরির টাকাও কেন্দ্র দেয়নি। এই পরিস্থিতিতে কাজ না পেয়ে তাই বাইরে কাজে যেতে হচ্ছে। এছাড়া উপায় নেই।” সারেঙ্গার আশিস রজক, অভয় দুলে ক্ষোভের সঙ্গে বললেন, “কেন্দ্র সরকারের জন্যই আজ ১০০ দিন প্রকল্প বন্ধ থাকায় জঙ্গলমহলের শ্রমিকরা কাজ পাচ্ছেন না। রাজ্য সরকার কিছু প্রকল্পে বিকল্প কাজ দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতির জন্য দায়ী কেন্দ্র সরকার। তাই তো আমাদেরকে প্রাণ হাতে করে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে।”

খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় বলেন, “কিছু শ্রমিক বাইরে কাজে যাচ্ছেন। এলাকার বিভিন্ন প্রকল্পে শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে। তারপরেও কিছু শ্রমিক আরও বেশি মজুরির লোভে বাইরে কাজে যাচ্ছেন। ১০০ দিন প্রকল্প বন্ধ থাকায় কিছুটা সমস্যা হচ্ছে।” বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, “কেন্দ্রের বিজেপি সরকারের জন্যই ১০০ দিন প্রকল্পে কাজ বন্ধ রয়েছে। এর জন্য দায়ী কেন্দ্র সরকার। আমাদের রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের বিকল্প কাজ দেওয়ার ব্যবস্থা করেছেন।” যদিও বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, “শ্রমিকরা এই রাজ্যে কাজ পাচ্ছেন না। তাই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যাচ্ছেন। এটা রাজ্য সরকারের ব্যর্থতা।”

[আরও পড়ুন: ভাগ্যের পরিহাস! এক দেহ, ২ দাবিদার, ট্রেন দুর্ঘটনায় মৃতের সৎকার নিয়ে চরমে টানাপোড়েন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement