সাবিরুজ্জামান, লালবাগ: থানার লকআপে যুবকের মৃত্যুর ঘটনায় এখনও থমথমে মুর্শিদাবাদের নবগ্রাম। শনিবার সকালে মৃত যুবকের বাড়িতে যান SDPO। এই ঘটনার পরই ওসি অমিতকুমার ভকতকে সাসপেন্ড করা হয়েছে।
মৃত গোবিন্দ ঘোষ, মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা। সেনাছাউনিতে দিনমজুরের কাজ করতেন। প্রতিবেশী এক পুলিশকর্মীর বাড়িতে তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। পুলিশ গত বৃহস্পতিবার তাকে আটক করে নিয়ে যায় বলেই অভিযোগ। জেল লকআপে আটরে রেখে জিজ্ঞাসাবাদ চলছিল। অভিযোগ, জেরার মাঝে বেধড়ক মারধর করা হয় তাকে। আর তার জেরে মৃত্যু হয় গোবিন্দের। শুধু তাই নয়, মৃত্যুর পরেও সে খবর পরিবারের লোকজনকে দিতে দেরি করা হয়েছে বলেও অভিযোগ।
মৃত্যু সংবাদ পাওয়ার পর উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। নবগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন সকলে। থানা লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পুলিশের উপরেও হামলার চেষ্টা করা হয়। পালটা পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এই ঘটনার পর শনিবার সকালেও থমথমে গোটা এলাকা। এদিন সকালে মৃত যুবকের বাড়িতে যান SDPO। সাসপেন্ড করা হয়েছে নবগ্রাম থানার ওসিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.