Advertisement
Advertisement
ওসি

মহুয়া মৈত্রর সঙ্গে প্রচারে যাওয়ার অভিযোগ, সরানো হল থানারপাড়ার ওসিকে

ওসি সুমিত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি।

OC of tehatta's Thanarpara Police station Sumit Ghosh removed
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 23, 2019 1:41 pm
  • Updated:November 23, 2019 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরানো হল তেহট্টের থানারপাড়ার ওসিকে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের নির্দেশের ভিত্তিতেই সরানো হল থানারপাড়া থানার ওসি সুমিত ঘোষকে। উপনির্বাচনে শাসকদলের প্রচারে দেখা গিয়েছিল তাঁকে, এরপরই তাঁর বদলির দাবিতে সরব হয়েছিল বিজেপি। 

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। সেই ছবিতে দেখা গিয়েছিল, করিমপুরের বিধায়ক তথা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে থানারপাড়া থানার ওসি। এরপরই অভিযোগ ওঠে যে, তিনি শাসকদলের হয়ে উপনির্বাচনের প্রচার করছেন। এরপর গত মঙ্গলবার রাতে বিজেপি সভায় হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। সেই ঘটনায় কাঠগড়ায় তোলা হয় পুলিশকে। অভিযোগ ওঠে পুলিশকে জানানোর পরও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ডেঙ্গুর পর স্ক্রাব টাইফাস আতঙ্ক, কলকাতার হাসপাতালে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের]

সূত্রের খবর, এহেন একাধিক অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয় যে, শুক্রবার রাত ১০ টার মধ্যে সরিয়ে দিতে হবে থানারপাড়ার ওসি সুমিত ঘোষকে। সেই নির্দেশের ভিত্তিতেই সরানো হয়েছে ওসিকে। কিন্ত তাঁর জায়গায় কে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ডিভিসির প্রস্তাবিত জমির দরে তীব্র আপত্তি চাষিদের, স্থির হল না পুনর্বাসন প্যাকেজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement