Advertisement
Advertisement
নুসরত জাহান

ভোটপ্রচারের মঞ্চে গান শোনালেন নুসরত, দেখুন ভিডিও

হাড়োয়ার অলিগলিতে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন তৃণমূলের তারকা প্রার্থী৷

Nusrat Jahan sings a song in her election campaign at Haroa
Published by: Sayani Sen
  • Posted:April 18, 2019 7:20 pm
  • Updated:April 18, 2019 7:21 pm  

নবেন্দু ঘোষ, বসিরহাট: দ্বিতীয় দফার ভোটাভুটিও শেষ৷ হাতে আর প্রায় মাসখানেক৷ তারপরই ১৯ মে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ৷ ওইদিনই ভোটবাক্সে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে৷ তার আগে তাই শাসক-বিরোধী সব দলই জোরকদমে সারছেন ভোটের প্রচার৷ জনসভা হোক কিংবা মিছিল, সর্বত্রই নিজের দলের কথা ভোটারদের কাছে তুলে ধরাই লক্ষ্য প্রার্থীদের৷ তবে তৃণমূলের তারকা প্রার্থী নুসরত প্রচার করলেও, একেবারে ভিন্ন রূপে বৃহস্পতিবার সকলের সামনে ধরা দিলেন তিনি৷ জনপ্রতিনিধি কিংবা সেলিব্রিটি নন, এদিন তিনি হয়ে উঠলেন সকলের ঘরের মেয়ে৷

[ আরও পড়ুন: বেশ কয়েক বছর পর লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন অভিনেত্রী মিমি]

নিজের দক্ষতায় টলিপাড়ায় বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন নুসরত৷ কেরিয়ারের মধ্যগগনে আরও বড় পরিসরে নিজেকে নিয়ে গেলেন৷ অভিনয়ের আঙিনা থেকে এক্কেবারে রাজনীতির ময়দানে নুসরত৷ তবে রাজনীতিতে আনকোরা নুসরতের উপরে ভরসা রেখেছেন স্বয়ং তৃণমূল নেত্রীও৷ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকেই এবার তাঁকেই প্রার্থী করেছে রাজ্যের শাসকদল৷ ভোট বৈতরণী পেরোতে তাই নিয়মিত জনসংযোগই ভরসা৷ তাই অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও হাড়োয়ার একাধিক জায়গায় জনসভা সারেন অভিনেত্রী৷ তবে একটু ভিন্ন মেজাজে৷ এদিন আর দলের উন্নয়নমূলক কাজকর্মের কথা ভোটারদের কাছে নতুন করে বলেননি নুসরত৷ তাঁর পরিবর্তে গান গেয়ে শোনালেন সবাইকে৷

Advertisement

[ আরও পড়ুন: সাম্প্রদায়িক উসকানি ছড়াচ্ছেন বাবুল, কমিশনে অভিযোগ ছাত্র সংগঠনের]

হাড়োয়ার গোপালনগর থেকে ফেরার সময় তখন আর তারকা নন, নুসরত হয়ে উঠলেন ঘরের মেয়ে৷ গাছে কাঁচা আম দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি তিনি৷ হাত বাড়িয়ে আম পেড়ে ফেললেন নুসরত৷ তুললেন ছবিও৷

NUSRAT-JAHAN

গ্রামের রাস্তায় ছাগল ছানাকে দেখেও গ্রামের কিশোরীর মতোই নেচে ওঠে তাঁর মন৷ ছাগল ছানাকে আদর করে কোলে তুলে নেন নুসরত৷

[আরও পড়ুন: ‘ক্ষমতায় এলে দেখে নেব কে কত বড় ‘মায়ের লাল’, আক্রমণ রাজনাথের]

NUSRAT-JAHAN

ফুরফুরে মেজাজেই এদিন গ্রামবাসীদের সঙ্গেও কথা বললেন বসিরহাটে তৃণমূলের তারকা প্রার্থী৷ আট থেকে আশি – আলাপচারিতায় সকলের সঙ্গেই দেখা যায় তাঁকে৷ শুনলেন প্রত্যেকের সমস্যার কথা৷ লোকসভা নির্বাচনে জিতলে তাঁদের সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দিয়েছেন নুসরত৷

NUSRAT-JAHAN

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement