সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “পঞ্চায়েত ভোটের আগে কেউ আপনাদের মাথা ঘোরানোর চেষ্টা করলে বাঁশ, কঞ্চি যা পাবেন তাই নিয়ে তাড়া করুন…”, সম্প্রতি নুসরত জাহানের এমন মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল। এবার তৃণমূল কংগ্রেসের ‘নবজোয়ার’ কর্মসূচী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানালেন সাংসদ-অভিনেত্রী। বললেন, “বাংলার ইতিহাসে নজিরবিহীন।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সমাবেশে জনজোয়ারের সাক্ষী থেকেছে এযাবৎকাল বাংলা। তবে বর্তমানে রাজ্যের যুবসম্প্রদায়কে আকর্ষণ করতে শাসকদলের বিভিন্ন স্ট্র্যাটেজি রীতিমতো ‘হিট’ বলেই অনেকের ধারণা। তৃণমূলের নবজোয়ারেও জনপ্লাবন দেখা গিয়েছে। যার নেতৃত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই তাঁর অকুণ্ঠ প্রশংসা করেছেন নুসরত জাহান। সাংসদের টুইটার হ্যান্ডেলে ফুটে উঠেছে ‘অভিষেক-বন্দনা’।
#TrinamooleNaboJowar has transformed into ‘Jono Jowar’ through the mass support showered by the people of Bengal!
Watch Lok Sabha MP, Trinamool Congress Leader, and Actor, @nusratchirps share her views on the campaign.#JonoSanjogYatra pic.twitter.com/Nzb2npivaw
— Trinamoole Nabo Jowar (@TMCNaboJowar) June 15, 2023
সাংসদ-অভিনেত্রীর টুইট, “বাংলার গৌরবময় ইতিহাসে নজিরবিহীন! ১২৫টি রোড শো, ১৩৫টি জনসমাবেশ-সহ ৪৫০০ কিমি. পথ জুড়ে এক অসাধারণ যাত্রা। বাংলার তৃণমূল স্তরের সঙ্গে সংযোগস্থাপনের এই যে অক্লান্ত পরিশ্রম, তার জন্য অসংখ্য অভিনন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।”
Unprecedented in the glorious history of Bengal!
A remarkable journey spanning over 4,500+ km, with 125+ roadshows & 135+ mass gatherings.
Congratulations to Shri @abhishekaitc for his tireless efforts in strengthening our connection with the grassroots!#BanglayJonoJowar pic.twitter.com/j5kD2IW9Yb
— Nussrat Jahan (@nusratchirps) June 16, 2023
পঞ্চায়েত ভোট নিয়ে বর্তমানে সরগরম রাজ্য-রাজনীতি। বৃহস্পতিবারই টানটান উত্তেজনার মধ্য দিয়ে মনোনয়ন পর্ব শেষ হয়েছে। আর শুক্রবার তৃণমূলের নবজোয়ার যাত্রা কর্মসূচীর ইতি ঘটল। আর সেই সঙ্গেই বেজে উঠল পঞ্চায়েত ভোটের প্রচারের দুন্দুভি।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল শুরু হয়েছিল অভিনব এই যাত্রা। নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থাপনায় অংশগ্রহণমূলক রাজনীতিকে আরও সক্রিয় করার বার্তা নিয়ে মোট ১৮টি জেলায় পৌঁছে গিয়েছে তৃণমূলের নবজোয়ার। উদ্দেশ্য, আমজনতার পছন্দকে গুরুত্ব দিয়ে ‘মানুষের পঞ্চায়েত’ গড়ে তোলা। পঞ্চায়েত নির্বাচনের আগে একেবারে তৃণমূল স্তরে আমজনতার সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশে নতুন উদ্যমে জনসংযোগে নেমেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
টানা ৬০ দিনের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’-এ অংশ নিয়েছেন তিনি। কোচবিহার থেকে কাকদ্বীপ- ২ মাস জেলায় জেলায় ঘুরেছেন অভিষেক। জনসংযোগের পাশাপাশি চলেছে পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের কাজও। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানালেন নুসরত জাহান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.