টিটুন মল্লিক, বাঁকুড়া: কর্মক্ষেত্রে যৌন হেনস্তার শিকার এক মহিলা৷ নিজের চেম্বারে ডেকে নার্সকে ধর্ষণের চেষ্টার অভিযোগ খোদ নার্সিংহোম মালিকের বিরুদ্ধেই! তাকে ও ওই নার্সিংহোমের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাস্থল বাঁকুড়া৷ ওই নার্সিংহোমের বিরুদ্ধে আগেও বেনিয়মের অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে৷ এমনকী, অভিযুক্ত নার্সিংহোম মালিক নিজেও বালি মাফিয়া বলে দাবি স্থানীয় বাসিন্দাদের৷
[ছেলেধরা সন্দেহে নেপালের বাসিন্দাকে আটকে রেখে মারধর, চাঞ্চল্য মালবাজারে]
নার্সিংহোমের নাম শিবানী সেবানিকেতন৷ বাঁকুড়া শহরের কাডজুরিডাঙার ওই নার্সিংহোমটির বেশ নামডাক৷ কিন্তু নার্সিংহোমের মালিক রাজেশ চট্টোপাধ্যায় ভাল লোক নয়৷ অন্তত তেমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের৷ তাঁদের অভিযোগ, একসময়ে ট্রাক্টর চালাত রাজেশ৷ পরবর্তীকালে চিটফাণ্ড সংস্থা খুলে প্রচুর টাকা কামিয়েছে সে৷ সেই টাকাতেই চলছে নার্সিংহোম৷ রাজেশ বালি মাফিয়াও বটে। নার্সিংহোমের এক নার্সকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া মহিলা থানার পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে নার্সিংহোমের ম্যানেজারকেও৷
গত কয়েক মাস ধরে বাঁকুড়ার শিবানী সেবানিকেতন নার্সিংহোমে নার্সের চাকরি করছেন বছর তেইশের এক যুবতী৷ তাঁর দাবি, নাইট ডিউটির পর, গত ৩ জুন নার্সিংহোমের রেস্টরুমে বিশ্রাম নিচ্ছিলেন তিনি৷ দুপুরে তাঁকে মালিক রাজেশ চট্টোপাধ্যায়ের চেম্বারে যেতে বলেন ম্যানেজার সমীর পরামানিক৷ ওই নার্স যখন চেম্বারে যান, তখন রাজেশ তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ৷ ঘটনার সময়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় সমীর৷ কোনওমতে চেম্বারের পিছনে দরজা দিয়ে পালিয়ে যান নির্যাতিতা৷ ঘটনা দু’দিন পর নার্সিংহোমে মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে বাঁকুড়া মহিলা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি৷ নির্যাতিতার অভিযোগ, প্রথমে অভিযোগ নিতে চায়নি পুলিশ৷ শেষপর্যন্ত অবশ্য এফআইআর নেওয়া হয়৷ এদিকে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল নার্সিংহোম মালিক রাজেশ চট্টোপাধ্যায় ও ম্যানেজার সমীর পরামানিক৷ ররিবার রাতে গভীর রাতে বাঁকুড়া ছাতনা থেকে দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ৷
[ভোটার লিস্ট থেকে বাদ বিমল গুরুংয়ের নাম, প্রতিবাদে পোস্টার পাহাড়ে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.