Advertisement
Advertisement
সুতো

এনআরএসের পর পুরুলিয়ার হাসপাতাল, অস্ত্রোপচারে ব্যবহৃত সুতো নিয়ে বেনিয়মের অভিযোগ

এবিষয়ে মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

NRS cutton issue: inspection started all over the state by authority
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 2, 2020 4:15 pm
  • Updated:March 2, 2020 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরএসের সুতো কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। প্রশ্ন উঠছে শুরু করেছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে। এই পরিস্থিতিতে এবার প্রশ্ন উঠল পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে অস্ত্রোপচারে ব্যবহৃত সুতোর মান নিয়ে।  এই ঘটনায় প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে,  ওই হাসপাতালের প্রত্যেক রোগীর পরিবারকেই কিনে দিতে হয় অস্ত্রোপচারের সুতো!

সূত্রের খবর, একদিন বা দু’দিন নয়, বছরের পর বছর এভাবেই চলছে চিকিৎসা। অস্ত্রোপচারের আগে প্রত্যেক রোগীর পরিবারকেই চিকিৎসকদের কিনে দিতেন সুতো। অধিকাংশ ক্ষেত্রেই হাসপাতালের সামনের দোকান থেকেই সুতো কেনেন তাঁরা। কিন্তু কেন দিনের পর দিন অবৈধভাবে বাইরে থেকে সুতো কিনতে বলতেন চিকিৎসকরা? পাশাপাশি, সেই সুতোর মান নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতাল সংলগ্ন এলাকার ওষুধ ব্যবসায়ীরা স্বীকার করে নিয়েছেন সুতো বিক্রির কথা।

Advertisement

[আরও পড়ুন: অবশেষে স্বপ্নপূরণ দিনমজুরের, লটারি কেটে রাতারাতি কোটিপতি মুর্শিদাবাদের যুবক]

প্রসঙ্গত, নিম্নমানের সুতো ব্যবহারের ফলে কলকাতার NRS হাসপাতালে দুই শিশুমৃত্যুর পরই অস্ত্রোপচারে ব্যবহৃত সেলাইয়ের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই সময়ই প্রকাশ্যে আসে যে, অনেকক্ষেত্রেই চিকিৎসকদের পরামর্শে রোগীর পরিবারকে বাইরে থেকে সুতো কিনে দিতে হয়। এরপরই রাজ্যের অন্যান্য হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে শুরু করা হয়। সেখানেই উঠে এসেছে এই ছবি।

[আরও পড়ুন: পুত্রহারার পাশে বন্ধু, পোলবা কাণ্ডে নিহত ঋষভের বাড়িতে দিব্যাংশুর বাবা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement