Advertisement
Advertisement

Breaking News

অমিত

ক্ষমতায় ফিরলে বাংলায় নাগরিকপঞ্জি, আলিপুরদুয়ারের সভায় ঘোষণা অমিতের

হিন্দু শরণার্থীরা নিরাপদে এখানে আশ্রয় পাবেন, আশ্বাস বিজেপির সর্বভারতীয় সভাপতির।

NRC in Bengal, if Modi regains power at helm: Amit Shah
Published by: Sucheta Sengupta
  • Posted:March 29, 2019 4:10 pm
  • Updated:April 14, 2019 5:48 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়, আলিপুরদুয়ার: রাজ্যে প্রথম নির্বাচনী সভা থেকেই নাগরিকপঞ্জি নিয়ে ফের কড়া বার্তা দিয়ে গেলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সীমান্ত শহর আলিপুরদুয়ারের সভা  থেকে তাঁর স্পষ্ট বক্তব্য, ‘বিজেপি ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি চালু হবে৷ অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়িয়ে দেওয়া হবে রাজ্য থেকে৷ তবে হিন্দু শরণার্থীরা নিরাপদে এখানে আশ্রয় পাবেন৷’ আগেও রাজ্যে সভা করতে এসে বিজেপি সভাপতি এনআরসি করার হুঁশিয়ারি দিয়েছিলেন৷ তবে নির্বাচনী প্রচারে এসে তা ঘোষণা করা অন্য মাত্রা পাচ্ছে৷ তৃণমূলের বিরোধিতায় এনআরসি-কে নির্বাচনী হাতিয়ার করতে চাইছে বিজেপি, তা স্পষ্ট৷ 

                                                      [ আরও পড়ুন : লোকসভায় দাঁড়িয়েই প্রথম ভোট দেবেন বারাসতের বিজেপি প্রার্থী]

শুক্রবার থেকেই এরাজ্যে নির্বাচনী প্রচার শুরু করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ আলিপুরদুয়ারে প্রথম সভা করতে এসেই অমিত শাহ সুর চড়ালেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে৷ সমূলে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন৷ অমিত শাহর বক্তব্য, ‘২০১৯-এর ভোট খুব গুরুত্বপূর্ণ৷ এই ভোটই ঠিক করে দেবে, আগামী ৫ বছর দেশের গতি কোনদিকে যাবে৷ এই ভোটের উপর নির্ভর করছে পরবর্তী ৫ বছর সুরক্ষা, উন্নয়ন, কাজ – এসব কীভাবে হবে৷’ তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বিজেপি সভাপতি আগের কথাই পুনরাবৃত্তি করে বলেন, ‘বাংলার পবিত্র মাটিতে আগে রবীন্দ্রসঙ্গীতের সুর শোনা যেত৷ এখন শোনা যায় গুলি, বোমার শব্দ৷ এখানকার ঐতিহ্য, সংস্কৃতিতে নষ্ট করে দিচ্ছে তৃণমূল সরকার৷ হাওড়া থেকে আলিপুরদুয়ার, যেখানেই যাওয়া হোক একটাই নাম শোনা যাচ্ছে – বিজেপি৷’

Advertisement

                                         [ আরও পড়ুন : জয়নগরে বিপজ্জনক বাড়ির ঝুল বারান্দা ভেঙে দুর্ঘটনা, চাঙড় চাপা পড়ে মৃত ২]

তৃণমূলের আমলে বাংলায় গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হয়েছে, অভিযোগ তুলে তিনি বলেন, ‘আলিপুরদুয়ারের মানুষ বুঝুন, তাঁরা কার সঙ্গে থাকবেন? মোদি না মমতা৷’ পাশাপাশি আলিপুরদুয়ারের গোর্খা অধ্যুষিত এলাকায় জনজাতির মন পেতে চেষ্টার কসুর করেননি অমিত শাহ৷ গোর্খাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তাঁর দাবি, ‘গোর্খাদের জন্য তেমন কিছুই করেনি তৃণমূল সরকার৷ বিজেপি ক্ষমতায় এলে, পাথরের মতো শক্তিশালী হয়ে গোর্খাদের পাশে দাঁড়াবে৷’ 

                                        [ আরও পড়ুন : চড়ার অধিকার চাই, বারাসতে লেডিস স্পেশ্যাল ট্রেন অবরোধ পুরুষ যাত্রীদের]

এদিনের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তোষামোদের রাজনীতি, তোলাবাজির অভিযোগ তুলেছেন অমিত শাহ৷ তাঁর কথায়, ‘ইমামভাতা চালু করা হয়েছে রাজ্যে৷ তাহলে পুরোহিতদের জন্য কেন এধরনের ভাতা চালু করা হল না? মমতা বন্দ্যোপাধ্যায় তোষামোদের রাজনীতি করছে৷’ তৃণমূল ‘তোলাবাজি ট্যাক্স’ চালু করছেন বলেও কটাক্ষ করে অমিত শাহর মন্তব্য, কলেজে ভরতি থেকে বিধবা ভাতা বা যে কোনও কাজ করতে হলে আগে টাকা দিতে হয় দলের নেতাদের৷ সবমিলিয়ে, ঘটা করে এরাজ্যে নির্বাচনী প্রচার সূচনার কথা বললেও অমিত শাহ’র বক্তব্যে নতুন কিছু প্রায় নেই বললেই চলে৷ এই পরিস্থিতিতে স্থানীয় সংগঠনকে তিনি চাঙ্গা করতে পারলেও, ভোটবাক্সে তার কতটা প্রভাব ফেলবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে৷ শুক্রবার দুপুর দেড়টার কিছু পরে আলিপুরদুয়ারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামে তাঁর হেলিকপ্টার৷ সভা ঘিরে নিরাপত্তাবেষ্টনী আঁটসাঁট থাকলেও, ভিড় তেমন চোখে পড়েনি৷ মঞ্চের সামনের সারির চেয়ারে দেখা গেল মহিলা সমর্থকদের৷ তবে প্যারেড গ্রাউন্ডের অধিকাংশ জায়গাই ছিল ফাঁকা৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement