সুব্রত বিশ্বাস: ‘বীরের অন্তঃপুরবাসিনী তুমি বীরাঙ্গনা হও।’ এটাই যেন লক্ষ্য রেলের। নারীকে দিতে চায় আরও অধিকার। বিভিন্ন রেলের সঙ্গে এনিয়ে পাল্লা দিতে প্রস্তুত দক্ষিণ-পূর্ব রেল। আন্তর্জাতিক নারী দিবসে খড়গপুর ওয়ার্কশপের দু’টি ইউনিটকে সম্পূর্ণভাবে তুলে দেওয়া হল মহিলা কর্মীদের হাতে। শুধু এই ইউনিট দু’টি নয়, খড়গপুর-বালেশ্বরের মাঝে হিজলি স্টেশনটি পুরো পরিচালনার দায়িত্ব এবার মহিলাদের কাঁধে দেওয়া হল।
বর্তমানে স্টেশনটিতে মোট ২৬ জন কর্মী রয়েছেন। নারী দিবসের আগে ২০ জন মহিলাকে ওই স্টেশনের কাজে লাগানো হয়েছিল। নারী দিবসে ছয় পুরুষ কর্মীকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হল মহিলা কর্মীদের। স্টেশন মাস্টার থেকে কেবিনম্যান, আরপিএফ থেকে সাফাই, সব দায়িত্ব সামলাবেন মহিলা কর্মীরাই। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জয়া ভার্মা সিনহা বলেন, সম্পূর্ণ মহিলা পরিচালিত হওয়ায় কাজ বণ্টনে বৈষম্যের অভিযোগ যেমন উঠবে না, তেমনি মহিলারাই নিজেদের খুশিমতো ব্যক্ত করতে পারবেন নিজের সুবিধা-অসুবিধা। মহিলা যাত্রীরাও প্রতিটি অসুবিধার কথা খোলাখুলি বলতে পারবেন। খড়গপুর আইআইটির একেবারে নিকটতম স্টেশন হওয়ায় ছাত্র-ছাত্রীরাও মহিলা কর্মীদের সুন্দর সহযোগিতা পাবেন বলে মনে করেছে ওই রেল।
[মার খেয়ে বাড়ি ছেড়েও পড়া ছাড়েননি আলমিনা]
খড়গপুর ওয়ার্কশপের দু’টি ইউনিটের পরিচালনার দায়িত্ব বিশ্ব নারী দিবসে মহিলা কর্মীদের হাতে তুলে দিল দক্ষিণ-পূর্ব রেল। ইউনিট দু’টি ডিস্ট্রিবিউশন ভালভ ওভারহলিং ইউনিট ও কয়েল ম্যানুফ্যাকচারিং ইউনিট। প্রথমটিতে ২২ জন ও দ্বিতীয়টিতে ২৬ জন, প্রত্যেকেই মহিলা কর্মী। গাড়ির নিচে যে ডিস্ট্রিবিউশন ভালভ থাকবে তা রক্ষণাবেক্ষণ করা ও মোটরের ভিতরের কয়েল তৈরি করা হয় ইউনিটগুলিতে। তুলনামূলকভাবে হালকা কাজ ও মনোনিবেশ করতে পারবেন বলেই এই ইউনিটগুলিকে মহিলারাই সামলাতে পারবেন। তাই সব পুরুষ কর্মীকে অন্যত্র বদলি করে মহিলাদের সেখানে আনা হয়েছে।
এদিনই এই ইউনিট দু’টিকে মহিলাদের হাতে তুলে দেন ওয়ার্কশপের সিডব্লুএম। হাওড়া-দিঘা এসি এক্সপ্রেসে সব টিকিট পরীক্ষকই মহিলা। আগেই এই দায়িত্ব দেওয়া হলেও এবার ক্যাটারিং থেকে সুরক্ষা, এমনকী চালক থেকে গার্ডও হবেন মহিলা। নারী দিবসে আদ্রা হাসপাতালে স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসিং মেশিন বসানো হল। এই মেশিনের উদ্বোধনও করেন হাসপাতালের প্রবীণতম আয়া নিকিড়া বাউড়ি। পূর্ব রেলও এদিন জানান, তাদের আটজন মহিলা রয়েছেন যাঁরা মালগাড়ির চালক। একই দিনে মেট্রোর নেতাজি ভবনের দায়িত্ব তুলে দেওয়া হয় মহিলা স্টেশন মাস্টারের হাতে।
[কামারশালার হাপর টেনেই সংসারের খিদে মেটান মঙ্গলা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.