Advertisement
Advertisement

এবার কলেজেই করতে পারবেন পিএইচডি

আগ্রহী কলকাতা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়...

Now West Bengal colleges to offer Ph.D degree folloewing UGC directive
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 13, 2017 4:55 am
  • Updated:March 13, 2017 5:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : কলেজেই মিলবে পিএইচডি করার সুযোগ। কলেজে স্নাতকোত্তর স্তর চালুর কথা আগেই ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)৷ এবার পিএইচডি চালুর বিষয়েও নির্দেশিকা জারি করল ইউজিসি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে এই সুবিধা মিলতে চলেছে। তবে এক্ষেত্রে কলেজের পরিকাঠামো খতিয়ে দেখে ছাড়পত্র দেওয়া হবে৷ ইতিমধ্যেই বেশ কিছু কলেজ পিএইচডি চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে৷ প্রাথমিকভাবে ১৫০টি কলেজে পিএইচডি চালুর কথা ভাবা হচ্ছে। তবে কলেজে পিএইচডি করলেও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ জানান, বিশ্ববিদ্যালয়ের অধীন বেশ কয়েকটি কলেজে ইতিমধ্যেই পিএইচডি করার সুযোগ রয়েছে৷ এবার আরও অনেক কলেজও এতে অংশ নেবে বলে মনে করা হচ্ছে৷ কলেজগুলিকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি সিন্ডিকেট বৈঠকে আলোচনা হবে৷

দেশবাসীকে হোলির উপহার রিজার্ভ ব্যাঙ্কের

Advertisement

সেন্ট জেভিয়ার্স, বেলুড় ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মতো স্বশাসিত কলেজে পিএইচডির সুযোগ রয়েছে৷ তবে বিশ্ববিদ্যালয়ের অধীন কতগুলি কলেজে পিএইচডি করানোর উপযুক্ত পরিকাঠামো রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল৷ তারা মনে করছে, মূলত বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে পিএইচডি করানোর জন্য উন্নতমানের গবেষণাগার থাকা প্রয়োজন৷ কলেজগুলিতে এমন গবেষণাগার রয়েছে কি না তা খতিয়ে দেখে তবেই ছাড়পত্র দেওয়া দরকার। পাশাপাশি শোনা যাচ্ছে, এতদিন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাই পিএইচডি করাতে পারতেন৷ এবার থেকে যোগ্যতার নিরিখে কলেজের অধ্যাপকরাও পিএইচডির গাইড হতে পারবেন৷

কলকাতার পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতেও পিএইচডি চালু করার কথা ভাবছে কর্তৃপক্ষ৷ পূর্ব মেদিনীপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৫৪টি কলেজ রয়েছে৷ তার মধ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত, দু’ধরনের কলেজই রয়েছে৷ পিএইচডি চালুর আবেদন জানিয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের কাছে দু’টি কলেজ আবেদন জানিয়েছে৷ কলেজগুলির পরিকাঠামো পর্যাপ্ত কি না খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটিও তৈরি করেছে বিশ্ববিদ্যালয়৷ কলেজগুলি পরিদর্শন করে দেখছেন কমিটির সদস্যরা৷ আপাতত ওই দু’টি কলেজকে ছাড়পত্র দেওয়া যায় কি না সে বিষয়ে ভাবনাচিন্তা চলছে। রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী বলেন, “আমরা কলেজ স্তরে পিএইচডি চালু করতে বিশেষ আগ্রহী৷ কলেজগুলিতে গবেষণা কেন্দ্র গড়ে তোলা যায় কি না সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে৷”

সীমান্তের ওপার থেকে ফের গুলিবর্ষণ পাক সেনার

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement