সৌরভ মাজি, বর্ধমান: এই প্রথম বর্ধমান শহরে প্রকাশ্য ময়দানে ইদের নমাজ পড়বেন মহিলারা৷ রবিবার বর্ধমান কেন্দ্রীয় ইদ কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাউন হলে কেন্দ্রীয় ভাবে ইদের দিন সকালে নামাজ পড়া হয়। এতদিন শুধু পুরুষরাই সেখানে নমাজ পড়তেন। এবার থেকে মহিলারাও সেখানে নমাজ পড়বেন।
বর্ধমান শহরের গোদার মসজিদে প্রায় তিন দশক ধরে মহিলারা ইদের নমাজ পড়েন। কিন্তু প্রকাশ্য ময়দানে এতদিন মহিলারা নমাজে অংশ নিতেন না। এদিন তেঁতুলতলা বাজারে ওয়াকফ এস্টেট মুতুয়াল্লি কমিটির দফতরে কেন্দ্রীয় িদ কমিটির বৈঠক হয়। সেখানেই টাউন হল ময়দানে ইদের নামাজে মহিলারাদের অংশ নিতে চাওয়ার বিষয়ে প্রস্তাব ওঠে। বৈঠকে নাসরিন পারভিন-সহ কয়েকজন মহিলা সেই প্রস্তাব রাখেন। কেন্দ্রীয় ইদ কমিটি সেই প্রস্তাবে সায় দিয়েছে। কেন্দ্রীয় ইদ কমিটির সম্পাদক নূর আলম বলেন, “এদিনের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার মধ্যে মহিলারা টাউন হলে নামাজ পড়তে চান বলে প্রস্তাব এসেছিল। সেটাও গৃহীত হয়েছে।”
এদিনের বৈঠকে নূর আলম ছাড়াও ছিলেন কমিটির কোষাধ্যক্ষ শেখ আবদুল হাইও। তাঁরা জানান, প্রতি বছরই টাউন হলে ইদের নমাজ পড়া হয়ে থাকে। এবারও সকাল ৯টা ইদের নমাজ পড়া হবে সেখানে। যাঁরা নমাজ পড়তে আসবেন তাঁদের জন্য পানীয় জল, সরবত, মিষ্টান্নর ব্যবস্থা রাখা হবে। ইদের সকালে নমাজের অনুষ্ঠানে বর্ধমান পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল শিখা দত্ত সেনগুপ্ত, সদ্য জেলা পরিষদে জয়ী উত্তম সেনগুপ্ত প্রমুখ হাজির থাকবেন। এছাড়া পুরপ্রধান স্বরূপ দত্ত, চেয়ারম্যান ইন কাউন্সিল খোকন দাস, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় হাজির থাকতে পারেন বলে তাঁরা জানিয়েছেন৷
এদিনের বৈঠকে ইদের নমাজের বিষয়ে আলোচনার সময় মহিলাদের নমাজ পড়ার প্রস্তাব আসতেই তা মেনে নেন কমিটির সদস্যরা। তাঁরা জানিয়ে দেন, মহিলারাও থাকতে পারবেন সেখানে৷ শহরের গোদায় দীর্ঘদিন ধরে মহিলারা নমাজে অংশ নেন৷ তবে তা গোদা মসজিদের ভিতরে। প্রকাশ্য ময়দানে মহিলাদের নমাজ পড়ার নজির বর্ধমানে নেই। এবার সেটা হতে চলেছে৷
ছবি: মুকুলেসুর রহমান
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.