Advertisement
Advertisement

Breaking News

রোবট গবেষণায় প্রথম রাজ্য, জঞ্জাল সাফাই করবে যন্ত্রমানব

রোবট বিষয়ক গবেষণায় মহানগরের চার ছাত্র তাক লাগিয়েছে গোটা দেশকে৷ সম্প্রতি মুম্বই আইআইটিতে সর্বভারতীয় প্রতিযোগিতায় তাঁরা প্রথম হয়েছেন৷ রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে কুর্নিশ জানিয়েছে মুম্বই আইআইটি৷

now robot will work like sweeper, west bengal tops in robot research
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2016 1:42 pm
  • Updated:May 26, 2016 1:42 pm  

দীপঙ্কর মণ্ডল: সপিরবারে রেস্তোরাঁর টেবিলে৷ অদ্ভুত চেহারার কেউ অর্ডার নিয়ে গেল৷ মাথা ঝুঁকিয়ে সুনিপুণ পরিবেশন৷ খাওয়া শেষে বিল মেটানো তার হাতেই৷ সব টেবিলেই এক ছবি৷ মানুষ নয় কেউ৷ সবাই রোবট৷ কলকাতার বাছাই শপিংমলগুলিতে এবার দেখা যেতে পারে যন্ত্রমানবদের৷
দৈনন্দিন জীবনে রোবটের এমন ব্যবহার নিয়ে গবেষণায় বেনজির সাফল্য পেল এ রাজ্য৷ শহরের জঞ্জাল সাফাই, নদীতে পড়ে যাওয়া সামগ্রী উদ্ধার বা বন্যা-দুর্ঘটনার মত বিপর্যয়ে রোবট নামানো যাবে৷ বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের উৎপাদন শিল্পে বা খনিতেও কাজ করতে পারবে রোবট৷
রোবট বিষয়ক গবেষণায় মহানগরের চার ছাত্র তাক লাগিয়েছে গোটা দেশকে৷ সম্প্রতি মুম্বই আইআইটিতে সর্বভারতীয় প্রতিযোগিতায় তাঁরা প্রথম হয়েছেন৷ রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে কুর্নিশ জানিয়েছে মুম্বই আইআইটি৷ কলকাতার আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিকে পড়েন অভীক দত্ত, অর্পণ দাস, শুভেন্দু হাজরা ও অশেষ বসু৷ গত মার্চে রোবট নিয়ে প্রতিযোগিতাটি হয়৷ দেশের ৪১ টি প্রতিষ্ঠান অংশ নেয়৷ সম্প্রতি ফল প্রকাশ হয়েছে৷ কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কাছে শুভেচ্ছাবার্তা এসেছে৷ পলিটেকনিক থেকে সরাসরি চার ছাত্র আইআইটিতে ‘ইন্টার্নশিপ’ করবে৷ দেশের শিক্ষা মানচিত্রে এমন ঘটনা আগে শোনা যায়নি৷
এ রাজ্যের পাঁচটি সরকারি পলিটেকনিকে গবেষণার জন্য রোবট পাঠিয়েছিল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ প্রথমে রাজ্য ও পরে সর্বভারতীয় প্রতিযোগিতা হয়৷ এ রাজ্য সেরার মুকুট ছিনিয়ে নেয়৷ উজ্জ্বল বিশ্বাসের দফতর জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে আরও পাঁচটি কলেজে রোবট নিয়ে পড়াশোনা শুরু হবে৷ সেগুলি হল–উত্তর ২৪ পরগনার এজেসি বোস পলিটেকনিক, নদিয়ার কৃষ্ণনগর বিপিসিআইটি, পূর্ব মেদিনীপুরের মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, বাঁকুড়ার বিষ্ণুপুরের কেজিইএল ও দার্জিলিংয়ের শিলিগুড়ি পলিটেকনিক৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement