Advertisement
Advertisement

পৌষমেলা ৩ দিনের বেশি নয়, নির্দেশ পরিবেশ আদালতের

ফিরিয়ে নিয়ে আসতে হবে মেলার কৌলিন্য৷ উক্তি আদালতের৷

Now Poush Mela held for 3 days
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 9:51 am
  • Updated:October 5, 2016 9:51 am  

সংবাদ প্রতিদিন ব্যুরো: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উইল মেনে শান্তিনিকেতনে পৌষমেলা করতে হবে তিন দিন৷ ৭ পৌষ থেকে মেলা শুরু হয়ে চলবে ৯ পৌষ পর্যন্ত৷ এর বাইরে এক দিনও বেশি মেলা চালানো যাবে না৷ ফিরিয়ে নিয়ে আসতে হবে মেলার কৌলিন্য৷ পৌষমেলাকে কেন্দ্র করে হওয়া দুষণ নিয়ে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার এমনই নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত৷

শান্তিনিকেতনে পৌষমেলা শুরু হয়েছিল ১৮৯৪ সালে৷ দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ব্রাহ্মমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসাবে শুরু হয় পৌষমেলা৷ উৎসব পরিচালনার জন্য ট্রাস্টও গঠন করেছিলেন দেবেন্দ্রনাথ৷ তাঁর উইলেও তিন দিন পৌষমেলার উল্লেখ করা ছিল৷

Advertisement

কিন্তু কালে কালে কলেবরে বড় হয় পৌষমেলা৷ তিন দিনের পরিবর্তে মেলার মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হয়৷ প্রচুর মানুষের সমাগম হওয়ায় প্রত্যাশিতভাবেই মেলার দিনগুলিতে বিশ্বভারতী চত্বরে দূষণ ছড়ায়৷ জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত৷ সেই মামলায় বিশ্বভারতী কর্তৃপক্ষের বক্তব্য শুনতে চায় আদালত৷

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, তিনদিন মেলা আয়োজনের জন্য শান্তিনিকেতন ট্রাস্টকে অনুমতি দেওয়া হয়েছে৷ বাকি দিনগুলিতে সেখানে যে মেলা চলে তাতে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও নিয়ন্ত্রণ নেই৷ তখন মেলা চলে যায় স্থানীয় ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে৷ তাই পরিবেশ দূষণের ভার তাঁদের উপরেও বর্তায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement