অরিজিৎ সাহা: সরকারি হাসপাতলের আউটডোরে লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা হাপিত্যেশ করে টিকিট কাটার দিন শেষ৷ তার পরিবর্তে এবার বাড়িতে বসে অনলাইনে কাটতে পারবেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের বহির্বিভাগের টিকিট। রোগীর পরিবারের সুবিধায় নয়া উদ্যোগ রাজ্য স্বাস্থ্যদপ্তরের৷
ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার দিকে বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরকারি হাসপাতালগুলির ভোলবদলে গিয়েছে৷ আগের থেকে অনেক বেশি ঝাঁ চকচকে হয়ে গিয়েছে সেগুলি৷ পরিষেবারও মানোন্নয়ন ঘটেছে৷ সাধারণত নার্সিংহোমের পরিবর্তে সরকারি হাসপাতালেই ভিড় জমান অধিক সংখ্যক রোগী৷ হাসপাতালের বহির্বিভাগে তাই টিকিট কাটতে গিয়ে নাকাল হতে হয় রোগীর পরিজনদের৷ নির্ঝঞ্ঝাটে যাতে প্রত্যেক মানুষ চিকিৎসা পরিষেবা পেতে পারেন তাই নয়া উদ্যোগ নিল স্বাস্থ্যদপ্তর৷ এবার আর হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাটার জন্য কাউকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না৷ পরিবর্তে অনলাইনেই কাটা যাবে হাসপাতালের টিকিট৷
কিন্তু এখন প্রশ্ন হল কীভাবে অনলাইনে বহির্বিভাগে টিকিট কাটা যাবে? চলুন একনজরে দেখে নেওয়া যাক সেই পদ্ধতি৷ প্রথমে স্বাস্থ্যদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in -এ যেতে হবে৷ তারপর ‘OPD Tickests Booking’ অপশনে যেতে হবে। অথবা http://onlinehmis.wbhealth.gov.in এই লিংকে ক্লিক করতে হবে৷ এরপর আপনার মোবাইল নম্বর দিন৷ তাতেই আপনি OTP পাবেন৷ এবার আপনার কাছে আসা OTP নম্বরটির মাধ্যমে মোবাইল নম্বর যাচাই করুন৷ নতুন একটি পেজ খুলবে৷ সেখানে Drop Down Menu থেকে যেকোনও সরকারি হাসপাতালের বহির্বিভাগের টিকিট নিয়ে নিন৷ কবে কোথায় কোন চিকিৎসককে পাবেন আর কাকে আপনার প্রয়োজন তাও দেখে নিতে পারবেন অনলাইনে৷ প্রয়োজনে ওই নথি আপনার মোবাইলে সেভ করেও রাখতে পারেন৷
শহরের এনআরএস, এসএসকেএম, আরজি কর, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে অনলাইনে বহির্বিভাগের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে৷ এছাড়াও মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদহ, বর্ধমান, উত্তরবঙ্গ, পুরুলিয়া, কোচবিহার, রায়গঞ্জ, রামপুরহাট, ডায়মন্ড হারবারের সরকারি হাসপাতালগুলিতেও রোগীরা একই পরিষেবা পাবেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.