Advertisement
Advertisement

Breaking News

এবার বসতবাড়িতেই দেওয়া যাবে দোকান

অনুমোদন দেবে কর্পোরেশন!

Now Jobless People Can Set Shops In Residencial Building In West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2016 9:25 am
  • Updated:December 18, 2016 9:25 am  

স্টাফ রিপোর্টার: বেকার যুবকদের ক্ষেত্রে নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ করে দিল রাজ্য সরকার৷ এবার থেকে ‘রেসিডেন্সিয়াল বিল্ডিং’ অর্থাৎ আবাসিক গৃহ বা বসতবাড়িতে মাছ-মাংসের দোকান করা যাবে৷ অনুমোদন দেবে কর্পোরেশন৷ শনিবার বিধানসভায় ‘দ্য ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬’ পাসের পর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “পাড়ার মধ্যেই দোকান করে নিজেদের পায়ে যাতে বেকার যুবকরা দাঁড়াতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা৷”
এই বিলে উল্লেখ করা হয়েছে, কর্পোরেশন এলাকায় রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে করা যাবে মাছ, মাংস, ওষুধ, সেলুন, মিষ্টি, জামাকাপড়, ড্রাই ফুডের দোকান৷ এছাড়াও আর্ট স্কুল, বইয়ের দোকান, টেলিফোন বুথ, ডায়গনোস্টিক সেন্টার, কফি শপ, ব্যাঙ্ক-এটিএম করা যাবে৷ কিন্তু বিধানসভায় বিলের আলোচনার সময় বিধায়ক তথা বিধাননগর পুর নিগমের মেয়র সব্যসাচী দত্ত মন্ত্রীকে অনুরোধ করেন, “রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে যদি মাছ-মাংসের দোকান না করা যায়৷” এ বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, “লাইসেন্স প্রদানের আগে কোন বিল্ডিংয়ে দোকান হবে তা ঠিক করে কর্পোরেশন৷ মেয়রের মতামতকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে৷ নিড বেস অর্থাৎ সংশ্লিষ্ট এলাকায় মানুষের চাহিদা অনুযায়ী তৈরি হবে৷” এছাড়াও বিলে উল্লেখ করা হয়েছে, জলাশয় সংস্কারের ক্ষেত্রে এবং সেখানে সুইমিং পুল তৈরিতে ৯০ শতাংশ পর্যন্ত ট্যাক্স ছাড় দেওয়া হবে৷ সেইসঙ্গে শহরে খাটাল উচ্ছেদে আর কোনও আইনি বাধা থাকল না, তা বিল থেকে স্পষ্ট৷ এই বিলের আলোচনার সময় সরকারের একাধিক পদক্ষেপকে সাধুবাদ জানান কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement