Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

‘দুর্ঘটনা রোখার নামে তোলাবাজি করছে পুলিশ’, ক্ষোভপ্রকাশ খোদ মুখ্যমন্ত্রীর

‘পলিউশন নয়, সলিউশন চান’ মুখ্যমন্ত্রী৷

Now CM Mamata Banerjee accuses police of extortion
Published by: Sayani Sen
  • Posted:August 21, 2019 4:21 pm
  • Updated:August 21, 2019 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব খোদ পুলিশমন্ত্রী৷ ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির নাম করে নিরীহ মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, বলে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই৷ দিঘার প্রশাসনিক বৈঠকে পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিলেন তিনি৷

[আরও পড়ুন: টোটোর বদলে ই-রিকশা, চালকদের লাইসেন্সে উল্লেখ থাকবে রুটও]

দুর্ঘটনা কমাতে রাজ্য সরকারের তরফে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি নেওয়া হয়৷ এই কর্মসূচির অঙ্গ হিসাবে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বেপরোয়া গতির গাড়ির চালকদের ধরপাকড়ও করা হচ্ছে৷ কিন্তু এই ইস্যুতে ক্রমশই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের৷ তাঁদের অভিযোগ, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির অজুহাতে তোলাবাজি করছে পুলিশ৷ দিঘায় প্রশাসনিক বৈঠকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অকারণে মাঝেমধ্যেই জরিমানা করা হচ্ছে বলেই সুর চড়ান তিনি৷

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যে সত্যি ন্যাশনাল হাইওয়েতে কেউ দুষ্টুমি করে তাকে কেস দিন৷ অন্যায় করলে রেয়াত নয়৷ কিন্তু গরিব মানুষ যার পকেটে ৪০০ টাকা রয়েছে তার থেকে কেন টাকা নেওয়া হচ্ছে? অলি-গলিতে ঢুকে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে৷ আইসি সিভিক ভলান্টিয়ারদের বলে দিচ্ছেন যা গাড়ি ধরে টাকা নে৷ সিভিক ভলান্টিয়াররা প্রশিক্ষণপ্রাপ্ত নয়৷ তাদের দিয়ে কেন টাকা নেওয়া হচ্ছে? আগে ওদের ট্রেনিং দিন৷ আমরা কি চাই সলিউশন না পলিউশন? সলিউশন চাইলে মানবিক হতে হবে৷’’ বেআইনিভাবে তোলাবাজি রুখে আইসি, ওসিদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ দুর্ঘটনা রোধে দিঘাগামী রাস্তায় সিসিটিভি বসানোর পরামর্শও দিয়েছেন তিনি৷

[আরও পড়ুন: পণের দাবিতে ‘অত্যাচারিত’, বালুরঘাটে শ্বশুরবাড়ির সামনে ধরনায় গৃহবধূ]

সম্প্রতি মিড ডে মিলে নুন-ভাত দেওয়ার ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি৷ এ বিষয়েও চিন্তিত মুখ্যমন্ত্রী৷ বারবার স্কুলে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের মিড ডে মিল দেখভালের নির্দেশ দিয়েছেন তিনি৷ বছরের প্রায় বেশিরভাগ সময়েই পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে দিঘা৷ তাই পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে সকলকে নজর রাখার কথা বলেন তিনি৷ হোটেলের ভাড়া যাতে লাগামছাড়া বৃদ্ধি না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement