Advertisement
Advertisement

Breaking News

এটিএম জালিয়াতির পর এবার চেক প্রতারণা

দম্পতির জয়েন্ট অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ৭ লক্ষ টাকা৷

Now cheque forgery on the rise
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 6, 2016 12:35 pm
  • Updated:November 6, 2016 12:35 pm  

নিজস্ব সংবাদদাতা, হুগলি: রাজ্যে একের পর এক এটিএম জালিয়াতির পর এবার চেক নিয়েও প্রতারণা! নকল চেক দেখিয়ে হুগলির রিষড়ায় সঞ্জয় ঘোষ ও রত্না ঘোষের জয়েণ্ট অ্যাকাউণ্ট থেকে ৭ লক্ষ টাকা তুলে নিল প্রতারক৷ রিষড়ার বকুলতলার বাসিন্দা ওই দম্পতি৷ রিষড়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় জয়েণ্ট অ্যাকাউণ্ট রয়েছে তাঁদের৷ যেখান থেকে চেকের মাধ্যমেই তাঁরা টাকা তোলেন৷ গত ২৭ অক্টোবর পাসবই আপডেট করতে গিয়ে চোখ কপালে ওঠে দু’জনের৷ দেখা যায়, দুটি কিস্তিতে প্রায় ৭ লক্ষ টাকা উধাও হয়েছে ব্যাঙ্ক থেকে৷

এটিএম কার্ড ব্যবহার করেন না ওই দম্পতি৷ পরিষ্কার হয়ে যায়, নকল চেক দেখিয়েই টাকা তুলে নেওয়া হয়েছে ওই অ্যাকাউণ্ট থেকে৷ কীভাবে নকল চেক দেখিয়ে সই নকল করে এতগুলো টাকা তুলে নেওয়া হল সেই নিয়েই উঠেছে প্রশ্ন৷ ওই দম্পতির প্রশ্ন, “এতগুলো টাকা তুলে নেওয়া হল৷ অথচ ব্যাঙ্ক একবারও সন্দেহ প্রকাশ করল না?” ব্যাঙ্কের লগবুক অনুযায়ী দেখা যাচ্ছে প্রথম ধাপে ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হয়েছে  ৩ লক্ষ ৮৫ হাজার টাকা৷ দ্বিতীয় ধাপে তোলা হয়েছে ৩ লক্ষ ১০ হাজার টাকা৷

Advertisement

এবিষয়ে প্রশ্ন করা হলে ব্যাঙ্ক ম্যানেজারের বক্তব্য, এই ঘটনা হওয়ার সময় ম্যানেজারের পদে আমি ছিলাম না৷ আইনি বিষয়টি পুলিশ দেখবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement