Advertisement
Advertisement
BJP

অর্জুনের সুরেই এবার বিদ্রোহী ওন্দার বিধায়ক অমরনাথ, আরও বিপাকে বঙ্গ বিজেপি

উদাসীনতার অভিযোগল তুলে রেলমন্ত্রী তথা কেন্দ্রের ওই মন্ত্রককে দুষলেন ওন্দার অমরনাথ।

Now BJP MLA from Onda turns rebel, saffron brigade in chaos | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Monishankar Choudhury
  • Posted:April 29, 2022 8:33 pm
  • Updated:April 29, 2022 8:33 pm  

দেবব্রত বিশ্বাস, বাঁকুড়া: কেন্দ্রীয় সরকার ও দলীয় মন্ত্রী বিরুদ্ধে তোপ দেগে ফের বেসুরো বাংলার আরও এক বিজেপি বিধায়ক। ভাটপাড়ার অর্জুন সিংয়ের (Arjun Singh) পর এবার বিদ্রোহী বাঁকুড়ার (Bankura) ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ফলে আরও চাপের মুখে বঙ্গ বিজেপি।

[আরও পড়ুন: প্রমাণ লোপাটের অভিযোগ, হাঁসখালি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালি]

পাটের দামের ঊর্ধ্বসীমা নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ও সরকারকে নিশানা করেছিলেন অর্জুন। আর বারবার আবেদন সত্ত্বেও উদাসীনতার অভিযোগল তুলে রেলমন্ত্রী তথা কেন্দ্রের ওই মন্ত্রককে দুষলেন ওন্দার অমরনাথ। করোনা কালে বন্ধ হয়ে যাওয়া বেশকিছু ট্রেন ফের চালু করা ও স্টপেজের দাবিতে এবার কেন্দ্রের বিরুদ্ধেই আন্দোলনে নামার ডাক দিয়েছেন তিনি। আগামী ১০ মে রামসাগর রেলস্টেশনে ওই অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেবেন ওই বিধায়ক। দাবি আদায়ের জন্য প্রয়োজনে রাস্তায় নামবেন বলেও জানিয়েছেন অমরনাথ।

Advertisement

শুক্রবার সকালে রামসাগর স্টেশনের স্টেশন ম্যানেজারকে চিঠি দিয়ে রেল অবরোধ কর্মসূচির কথা জানান বিধায়ক। এছাড়াও দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ম্যানেজারকেও লিখিতভাবে ১০ মে ১২ ঘণ্টা রেল অবরোধ কর্মসূচির কথা জানিয়েছেন তিনি। এদিন অমরনাথ শাখা বলেন, “কেন্দ্রের রেল দপ্তরে মন্ত্রী ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের আদ্রা-খড়্গপুর শাখায় বন্ধ থাকা ট্রেনগুলি চালানোর কথা বারবার জানানো হয়েছে। এছাড়া যে ট্রেনগুলি চলছে, সেগুলির কয়েকটি স্টপেজ ফের চালুর দাবিও জানানো হয়েছে। কিন্তু বারবার সরব হলেও রেল দপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রী কর্ণপাত করেননি।”

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর এবার দলীয় কোন্দলে বিপাকে পড়েছে বঙ্গ বিজেপি (BJP)। দলের রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের মধ্যে চলা ঠান্ডা লড়াই সেই অর্থে গোপন কোনও ব্যাপার নয়। এহেন পরিস্থিতিতে দলের সাংসদ এবং বিধায়কদের বিদ্রোহী মেজাজে গেরুয়া শিবির শঙ্কিত।

[আরও পড়ুন: ‘নামমাত্র দামে রাজ্যে মদ বিক্রি, তাই এত ধর্ষণ’, বেফাঁস মন্তব্যে বিতর্কের মুখে শুভেন্দু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement