Advertisement
Advertisement

Breaking News

নোট সমস্যার জের, দিঘায় কমে গেল হোটেল ভাড়া

ব্যবসা টিকিয়ে রাখতেই ক্ষতি স্বীকার করেই ভাড়া কমালেন ব্যবসায়ীরা৷

Note demonetization effect, Digha hotels get cheaper
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 14, 2016 12:23 pm
  • Updated:November 14, 2016 12:58 pm  

স্টাফ রিপোর্টার, কাঁথি: গোটা দেশে নোট বাতিলের পর খুচরো টাকার সংকটে দিঘা, মন্দারমণিতে বেড়াতে যাওয়ার খরচ কমাচ্ছেন পর্যটকরা৷ এমনিতেই খুচরো সমস্যায় টানা তিন দিন ছুটিতেও প্রায় পর্যটক শূন্য দিঘা-মন্দারমণি৷ সাধারণত সপ্তাহান্তের সঙ্গে টানা ছুটি থাকলেই দিঘা-মন্দারমণিতে ভিড় জমান পর্যটকরা৷ এই সুযোগে হোটেল ভাড়া বাড়িয়ে দেওয়া হয় বলে দীর্ঘদিনের অভিযোগ৷

কিন্তু নোট বাতিলের পর কপালে ভাঁজ দিঘার হোটেল ব্যবসায়ীদের৷ খুচরো টাকার অভাবে পর্যটক কমায় হোটেল ব্যবসা বন্ধ হতে বসেছে৷ ফলে দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরে হোটেল ভাড়া একলাফে অনেকটাই কমিয়ে দিয়েছেন হোটেল মালিকেরা৷ যেখানে এসি রুমের ভাড়া ছিল ১৫০০-২০০০ টাকা, সেখানে এখন ভাড়া হয়েছে ৮০০-১০০০ টাকা৷ আর নন এসি রুমের ভাড়া যেখানে ৭০০-১০০০ টাকা নেওয়া হত৷ এখন সেখানে একলাফে রুম ভাড়া কমিয়ে ৩০০-৫০০ টাকা করা হয়েছে৷ ফলে এবার পর্যটকদের দিঘা ভ্রমণের খরচ অনেকটাই কমতে চলেছে বলে দাবি প্রশাসনিক মহলের৷

Advertisement

নিউ দিঘা গেস্ট হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দাস জানান, পর্যটকরা যখন বেড়াতে আসেন তখন খুচরো টাকার বদলে বড় নোট অর্থাৎ ৫০০-১০০০ টাকার নোট নিয়েই আসেন৷ কিন্তু আচমকা তা বাতিল হওয়ায় সাধারণ মানুষ বিপদে পড়েছেন৷ অনেক হোটেল পুরানো নোট নিলেও খুচরো ব্যবসায়ীরা ওই নোট নিতে চাইছেন না৷ ফলে পর্যটকরা খুচরো টাকার অভাবে বেড়াতে না এসে হোটেল বুকিং বাতিল করে দিচ্ছেন৷ তাই হোটেল ব্যবসা মুখ থুবড়ে পড়েছে৷ সে কারণে অনেক হোটেল দৈনিক খরচ সামাল দিতে ইতিমধ্যে ঘরভাড়া কমিয়ে দিয়েছে৷ যাতে পর্যটকদের বেড়াতে এসে কোনও সমস্যায় না পড়তে হয়৷ পাশাপাশি হোটেল ব্যবসা যাতে একদম বন্ধ না হয়ে যায় তার জন্যে ব্যবসার ক্ষতি স্বীকার করেই ভাড়া কমানো হয়েছে৷

প্রতি সপ্তাহান্তে দিঘা, মন্দারমণি-সহ উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়৷ এবারের শনিবার ও রবিবারের সঙ্গে বাড়তি ছুটি হিসাবে যোগ হয়েছিল সোমবার৷ সোমবার গুরু নানকের জন্মদিন হওয়ায় সরকারি দফতর ছুটি রয়েছে৷ তিন দিনের টানা ছুটি মানে নাগালের মধ্যে থাকা দিঘার দিকে ঝোঁক বাড়ে ভ্রমণ পিপাসু বাঙালির৷ কিন্তু এবারের টানা ছুটিতে সাধারণ মানুষ ব্যস্ত ৫০০-১০০০ টাকার নোট বদলাতে৷ তাছাড়া দিঘা, মন্দারমণি পর্যটন কেন্দ্রের বেশিরভাগ হোটেলই পুরনো নোট নেওয়া বন্ধ করে দিয়েছে৷ খুচরো টাকা থাকলেই হোটেল ভাড়া দেওয়া যাচ্ছে৷ তাছাড়া অনলাইনেও খুচরো নোটে পেমেণ্ট নেওয়া হচ্ছে৷ তাই খুচরো সংকটে জেরবার মানুষ বেড়ানো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন৷ ফলে শীতের মরশুম শুরুর মুখেই পর্যটন শিল্পে কিছুটা হলেও ধস নেমেছে বলে দাবি হোটেল ব্যবসায়ীদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement