দেবব্রত মণ্ডল, বারুইপুর: পাকিস্তান শেষ হয়ে গিয়েছে। ভারত এখন আমেরিকার মতো হবে। রবিবার বারুইপুরে অমৃতলাল কলেজ মাঠে মহানাগরিক যখন এ মন্তব্য রাখছেন তখন তাঁকে করতালি দিয়ে স্বাগত জানালেন কয়েক হাজার জনতা। রবিবার সিএএ বিরোধী জনসভায় ভিড় উপচে পড়েছিল। সেখানেই পুরমন্ত্রী বলেন, ‘কথায় কথায় বিজেপি পাকিস্তানের উদাহরণ দেয়। আমরা কি কেউ খারাপ জিনিসের দিকে তাকাই? পাকিস্তান তো ধর্মান্ধতার কারণে শেষ হয়ে গিয়েছে। আমরা পাকিস্তান কেন হব, আমরা বরং আমেরিকার মতো হব, জাপানের মতো হব, জার্মানির মতো হব।’
শেষ বিধানসভা ভোটে কলকাতার গার্ডেনরিচকে মিনি পাকিস্তান বলেছিলেন তিনি। তা নিয়ে কম জলঘোলা হয়নি। সিএএ বিরোধী সভায় সেই ফিরহাদ হাকিমের নতুন মন্তব্যে শোরগোল পরে গিয়েছে। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মন্ত্রী জানিয়েছেন, ‘ধর্ম নিয়েই মানুষকে ব্যস্ত রেখেছে গেরুয়া ব্রিগেড। যাঁরা আমাদের বোকা বানাল তাদের জবাব দেওয়ার সময় এসেছে।’ বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের ডাকে এই সিএএ বিরোধী সভায় এদিন আগাগোড়াই চাঁচাছোলা ছিলেন মন্ত্রী। তিনি বলেন, বিজেপির তালে তালে হনুমানের মতো ল্যাজ নাড়ছে কিছু মানুষ। রামের সেবা করত যে হনুমান, এরা কিন্তু সেই হনুমান নয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গব্বর সিং নাম দিয়েছেন তিনি। বলেছেন, ৫৬ ইঞ্চি ছাতির গল্প শুনিয়ে ‘গব্বর সিং’ যা খুশি তাই বলছে। আর আমাদের সেই অন্যায় মেনে নিতে হচ্ছে। দেশের মানুষ দীর্ঘদিন ললিপপ চুষবে না।
এদিনের সভায় ফিরহাদ হাকিম ছাড়াও হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । সভা থেকে ফিরহাদ আরও বলেন, পাকিস্তান না থাকলে বিজেপি থাকবে না। কারণ কথায় কথায় তারা পাকিস্তানের উদাহারণ দেয়। পাকিস্তান না থাকলে বিজেপির নাম হবে ফুস জনতা পার্টি। এনআরসির বিরোধিতায় সভায় বক্তব্য রাখেন চন্দ্রিমা ভট্টাচার্যও। তাঁর কথায়, ভারতকে হিন্দু-মুসলমানে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। বাংলায় ধর্মের নামে ভেদাভেদ চলবে না। এনআরসির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে লড়ব।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও একহাত নিয়েছেন চন্দ্রিমা। বলেছেন, ‘শুধু লম্বা লম্বা বুলি ছাড়া তাঁর মুখে কিছু নেই। দম থাকলে সারা রাজ্য জুড়ে হেঁটে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় মাটির সঙ্গে আছেন।’ ২০১৬ সালে ফিরহাদ হাকিম যখন গার্ডেনরিচকে মিনি পাকিস্তান বলেছিলেন তাঁর সে মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং সমালোচনায় ফেটে পড়েছিলেন। ফের ১৮০ ডিগ্রি ঘুরে তাঁর এই নতুন মন্তব্যে বিজেপি কী প্রতিক্রিয়া দেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ছবি: বিশ্বজিৎ নস্কর
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.