সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা নেই ব্যাঙ্কে৷ মানুষের টাকার চাহিদা মেটাতে অপারগ ব্যাঙ্ক৷ প্রথম দিকে ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের ২০০০-৩০০০ টাকা দিলেও, পরের দিকে সেই টাকার পরিমান কমিয়ে ১০০০ করে দেওয়ার সিদ্ধান্ত নেই ব্যাঙ্ক৷ আর তাতেই যেন মানুষের ধৈর্যের বাঁধ ভাঙে৷ ধৈর্য হারিয়ে ব্যাঙ্কে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা৷ মালদায় এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায়৷
বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুপুরহাট ব্রাঞ্চে টাকার সমস্যায় জেরবার হয়ে ব্যাঙ্কে ভাঙচুর চালায় সেখানকার গ্রাহকরা৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে হাজির হয় পুলিশ৷ তাঁদের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ এই ঘটনায় ব্যাঙ্কের আসবাবপত্র ভেঙে গেলেও, ব্যাঙ্ককর্মীদের কিছু হয়নি বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷ ক্ষুব্ধ এক গ্রাহক জানিয়েছেন, “এতদিন পর্যন্ত ব্যাঙ্ক থেকে ২০০০-৩০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছিল৷ কিন্তু কয়েক ঘণ্টা ব্যাঙ্কের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয় ১০০০ টাকার বেশি মিলবে না৷” এই ঘটনার ফলেই মেজাজ হারিয়ে ব্যাঙ্কে ভাঙচুর চালান গ্রাহকরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.