Advertisement
Advertisement

Breaking News

রাজনীতি না করে চাকরি করুন, পুলিশকর্তাকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলীপের

জেলা সভাপতির গ্রেপ্তারির বিরুদ্ধে পুলিশকে কড়া বার্তা দিলীপের৷

not do politics, do the job! The Police commissioner final warning to Dilip
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 9:21 pm
  • Updated:July 22, 2018 9:23 pm  

রাজা দাস, বালুরঘাট: ‘চাকরি করুন, রাজনীতি করবেন না৷ রাজনীতি করতে হলে উর্দিটা খুলে আসুন৷ তখন দেখে নেব, কত ধানে কত চাল৷’- কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীর সুরে সুর মিলিয়ে ফের দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দক্ষিণ দিনাজপুর জেলার তপনে একটি দলীয় কর্মসূচি ও যোগদান অনুষ্ঠানে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷

[বিজেপিতে যোগ দিতে কর্মীদের মিথ্যা প্রতিশ্রুতি, কাঠগড়ায় প্রাক্তন কংগ্রেস সভাপতি]

দক্ষিণ দিনাজপুরে বিজেপির প্রাক্তন মহিলা নেত্রীর মৃত্যুর প্ররোচনা দেওয়ার অভিযোগে জেলা সভাপতির গ্রেপ্তারির বিরুদ্ধে পুলিশকে কড়া বার্তা দেন দিলীপ৷ বলেন, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে সাড়ে দশ হাজার বিজেপি কর্মী ও নেতাদের মিথ্যা মামলা দিয়েছে পুলিশ। এক হাজারের বেশি কর্মী জেলে রয়েছেন৷ তাঁদের যে সমস্ত কর্মীরা একটা থাপ্পড় মারতে পারে না, তাঁদের বিরুদ্ধেও মার্ডার কেস দেওয়া হয়েছে৷ দক্ষিণ দিনাজপুরের এসপি বলেছিলেন দেখে নেবেন৷ তাঁরা বক্তব্য, ‘আমরা যখন দেখব, তখন ভগবানও আর দেখবেন না৷’ এদিন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘চাকরি করুন, রাজনীতি করবেন না! রাজনীতি করতে হলে পোশাকটা খুলে আসুন লড়াইয়ে৷ দেখে নেব কত ধানে কত চাল৷ আমরা যখন আপনাকে দেখব, অবসরের পরও কোর্ট কাছারি করতে করতে জীবন চলে যাবে৷’’

Advertisement

[নেশার টাকা দেয়নি, বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি দিয়ে বেধড়ক মারধর ছেলের]

শাসক দল তৃণমূলের সঙ্গে কংগ্রেসের বিজেপি বিরোধী আন্দোলন প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির প্রতিক্রিয়া, ‘‘রাজ্য কংগ্রেস বলছে, মমতার সঙ্গে যাবে না৷ তাঁকে বিশ্বাস করে না৷ তাঁরা সনিয়াকে ডাকছেন। রাজ্যের প্রদেশ কংগ্রেস ঠিক করুন, তৃণমূলের পেটে যাবে, নাকি গণতন্ত্র রক্ষার লড়াই করবেন৷’’ সনিয়া গান্ধী বাংলায় তৃণমূলের ব্রিগেডে অংশ নিলে প্রদেশ কংগ্রেসে তালা পড়বে বলেও কটাক্ষ দিলীপের৷ পাশাপাশি বেশ কিছু জেলায় দলের জেলা সভাপতি বদলের প্রসঙ্গে রাজ্য সভাপতি জানান, দলকে আরও শক্তিশালী করতে ও নতুন যুবকদের উৎসাহিত করতে দায়িত্ব দেওয়া হচ্ছে৷ আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি ঠিকঠাক করতে এই পরিবর্তন৷

[মেলেনি পণের বকেয়া টাকা, বধূকে বাইকের চাকায় পিষে খুন করল স্বামী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement