Advertisement
Advertisement

বাপের বাড়ি চলে যাও, স্বামীর কথা শুনে আত্মহত্যা করলেন স্ত্রী

মর্মান্তিক!

North Dinajpur: woman commits suicide after arument with husband
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2018 4:10 pm
  • Updated:June 3, 2018 4:34 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: অশান্তি কোনও দম্পতির মধ্যেই না হয়! কিন্তু, সেই অশান্তিই ডেকে আনল চরম বিপর্যয়৷ স্বামীর মুখে বাপের চলে যাওয়ার কথা শুনে আত্মহত্যা করলেন স্ত্রী৷ শোয়ার ঘর থেকে ওই গৃহবধূর নিথর দেহ উদ্ধার করল পুলিশ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ২ ব্লকের সাহাপুরে৷ ঘটনার পর থেকে পলাতক মৃতার স্বামী৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী গৃহবধূ মানসিকভাবে সুস্থ ছিলেন না৷

[ডাইনি অপবাদে মারধর দুই বৃদ্ধাকে, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে]

Advertisement

বছরখানেকের দাম্পত্যজীবন৷ কিন্তু, স্ত্রী হালিমা বিবির সঙ্গে প্রায় রোজই অশান্তি হত গোয়ালপোখর ২ ব্লকের সাহাপুরের কোনামাদাস এলাকার বাসিন্দা ইনসান আলির৷ পরিবারের লোকেদের দাবি, সংসারে শান্তি ফে্রাতে হালিমাকে বাপের বাড়ি রেখের আসার সিদ্ধান্ত নিয়েছিলেন ইনসান৷ এই নিয়ে শুক্রবার রাতেও স্বামী-স্ত্রীর অশান্তি হয়েছিল৷ শনিবার সকালেঅবশ্য একবার ঘরের বাইরে বেরিয়েছিলেন হালিমা৷ এরপর ফের শোয়ার ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন এবং গলার দড়ি দিয়ে আত্মহত্যা করেন৷ প্রতিবেশীদের দাবি, স্বামী তাঁকে বাপের বাড়ি রেখে আসার সিদ্ধান্ত নিয়েছেন৷ একথা শোনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হালিমা৷ মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ৷ ঘরের দরজা ভেঙে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে চাকুলিয়ার থানার পুলিশ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ এদিকে, স্ত্রী আত্মঘাতীর হওয়ার পর পালিয়েছেন ইনসান আলি৷  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক ভারসাম্যহীন ছিলেন হালিমা বিবি৷ চাকুলিয়া থানার ওসি দিলীপ রায় বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷’

[লটারির নামে প্রতারণার শিকার, কন্যাশ্রীর ২৫ হাজার টাকা খোয়ালেন কলেজ ছাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement