Advertisement
Advertisement

সহকর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, পুলিশের জালে উত্তরবঙ্গ মেডিক্যালের গ্রুপ ডি কর্মী

সুসম্পর্কের সুযোগ নিয়েই ধর্ষণের চেষ্টা!

North Bengal Medical College and Hospital staffer held for rape
Published by: Sayani Sen
  • Posted:July 30, 2018 4:28 pm
  • Updated:July 30, 2018 4:28 pm  

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: যত দিন যাচ্ছে, ততই বাড়ছে ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা৷ বাদ যাচ্ছেন না শিশু থেকে তরুণী, বৃদ্ধা কেউই৷ এ ধরনেরই ঘৃণ্য আচরণের শিকার শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ার্টারের বাসিন্দা এক মহিলা৷ অভিযোগ, স্বামীর সহকর্মীই তাঁকে ধর্ষণের চেষ্টা করে৷ মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[মধ্যমগ্রামের তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার কারখানার নিরাপত্তারক্ষী]

অভিযোগকারিণী ওই মহিলার স্বামী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের গ্রুপ ডি-র কর্মী৷ ওই হাসপাতালের কোয়ার্টারেই থাকেন দম্পতি৷ তার পাশের ঘরেই থাকত সামিম সরকার৷ সামিমও ওই হাসপাতালের গ্রুপ ডি কর্মী৷ একই কোয়ার্টারে থাকার সুবাদে সামিমের সঙ্গে ভালই সম্পর্ক ছিল মহিলার৷ স্বামীর অনুপস্থিতিতে মহিলার ঘরে আসত সামিম৷ খাবার আদানপ্রদান এমনকী একসঙ্গে বহুবার এদিক-ওদিক গিয়েছিলেনও তাঁরা৷ দম্পতির সঙ্গে দিব্যি সুসম্পর্ক ছিল সামিমের৷

Advertisement

[পুলিশকর্মীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, আলিপুরদুয়ারে কর্মবিরতি চিকিৎসকদের]

কিন্তু সেই সম্পর্কেই ফাটল ধরল সোমবার৷ অন্যান্য দিনের মতো স্বামী না থাকাকালীন বাড়িতে আসে সামিম৷ অভিযোগ, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে সে৷ কিন্তু মহিলার বাধা পেয়ে কোয়ার্টার ছেড়ে চলে যায় সে৷ এরপর গোটা ঘটনা স্বামীকে জানান ওই মহিলা৷ স্ত্রীর কথা শুনে অবাক হয়ে যান তিনি৷ এমন ঘৃণ্য কাজ যে করতে পারে সামিম, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি মহিলার স্বামী৷ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান তিনি৷ সামিমকে প্রথমে গোটা ঘটনার কথা জানান গৃহবধূর স্বামী৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ চত্বরে মহিলার স্বামীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পরে সামিম৷ জড়ো হয়ে যান রোগীর আত্মীয়রা৷ ঘটনাস্থলে ছুটে আসে উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিশ৷ সামিমকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

[সাপের কামড়ে মৃত্যু ২ বাসিন্দার, আতঙ্কিত মালবাজার]

অভিযুক্ত সামিমকে উপযুক্ত শাস্তি দিতে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা৷ উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান তিনি৷ মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ সামিমকে গ্রেপ্তার করে৷ ধৃতের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement