অর্ণব দাস, বারাকপুর: উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের মৃত্যুর ঘটনায় পুলিশের জালে অভিযুক্তরা। সুইসাইড নোটের সূত্র ধরে জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস ওরফে সন্তু, এবং শুক্লা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আর কার কার যোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
উত্তর বারাকপুর পুরসভার (North Barrackpore Municipality) দীর্ঘদিনের কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। গত শনিবার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পাশেই মিলেছিল একটা সুইসাইট নোট। সেই চিঠি অনুযায়ী উঠে এসেছিল ব্ল্যাকমেলের তত্ত্ব। জানা গিয়েছিল জয়শ্রী দাস-সহ মোট ৪ জনের কথা। মৃতের পরিবারের দাবি ছিল, মোবাইলে ভুয়ো ভিডিও দেখিয়ে সত্যজিৎকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। যার জেরে সত্যজিৎবাবু অবসাদে ভুগছিলেন। পরবর্তীতে উদ্ধার হওয়া সুইসাইড নোটের ভিত্তিতেই ৪ জনকে জেরা করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন নয় আত্মহত্যাই করেছেন সত্যজিৎবাবু। কিন্তু তার পিছনে লুকিয়ে অন্য রহস্য। ঠিক কী করেছিলেন জয়শ্রী-সহ বাকি ধৃতরা? কেন ব্ল্য়াকমেল? কেন আত্মহত্যার পথ বাছতে বাধ্য হলেন সত্যজিৎ, তা জানার মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ। দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.