Advertisement
Advertisement

রেহাই নেই পড়ুয়াদেরও! এয়ারপোর্ট এলাকায় স্কুল বাসে হামলা বনধ সমর্থকদের

ডিপিএস মেগাসিটির প্রিন্সিপাল থানায় অভিযোগ দায়ের করেছেন।

North 24 Parganas: School bus allegedly attacked by Bandh supporter in Ganganagar
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 26, 2018 8:11 pm
  • Updated:September 26, 2018 8:11 pm

কলহার মুখোপাধ্যায়: বনধে অশান্তির আশঙ্কায় বুধবার ক্লাস বন্ধ ছিল শহরের বেশ কয়েকটি বেসরকারি স্কুলে। কিন্তু, সেই পথে হাঁটেনি নিউটাউনের ডিপিএস মেগাসিটি স্কুল। সাত সকালে স্কুলের বাসে হামলার চালাল বনধ সমর্থকরা। এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। আতঙ্কিত পড়ুয়া ও অভিভাবকরা।

[ইসলামপুরে ঘাঁটি গেড়েছে জামাত-সিমি, বিস্ফোরক দিলীপ]

Advertisement

শহরের অন্যতম নামি ও অভিজাত ইংরেজি মাধ্যম স্কুল নিউটাউনের ডিপিএস মেগাসিটি। স্কুলে নিজস্ব বাসে যাতায়াত করে পড়ুয়ারা। বুধবার সকালে যথারীতি স্কুলে যাচ্ছিল তারা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাতটা যখন বাস করে স্কুল আসছিল পড়ুয়ারা, তখন এয়ারপোট থানার গঙ্গানগরে বাসটি আটকানোর চেষ্টা করেন বনধ সমর্থকরা। বাঁশ দিয়ে বাসের গায়ে মারা হয়। এমনকী, পড়ুয়াদের বোঝাই বাস লক্ষ্য করে ইটও ছোঁড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক বুঝে আর বাস দাঁড় করানোর ঝুঁকি নেননি চালক। বরং বাসের গতি আরও বাড়িয়ে দেন। কিছু দুরে গিয়ে পুলিশ কিয়স্কে অভিযোগ জানান ডিপিএম মেগাসিটি স্কুলের বাসের চালক। পুলিশের তৎপরতায় নিরাপদে স্কুলে পৌঁছন পড়ুয়ারা। রীতিমতো এসকর্ট করে বাসটি স্কুলে নিয়ে যায় এয়ারপোর্ট থানার পুলিশ। পরে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ডিপিএস মেগাসিটি স্কুল কর্তৃপক্ষ। ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি। তবে আতঙ্কিত ডিপিএস মেগাসিটি স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা। বস্তুত, বুধবার কলকাতার ব্রেবোর্ন রোডে একটি সরকারি বাস থেকে জোর করে যাত্রীদের নামিয়ে দেন বনধ সমর্থকরা। এরপর বাসটি ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে আহত হয়েছেন এক প্রৌঢ়।

[ মুখে গামছা বেঁধে হামলাকারীদের পরিণতি হবে কিষেণজির মতো, হুঁশিয়ারি শুভেন্দুর

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement