Advertisement
Advertisement

Breaking News

চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, বারাসতে গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত সদস্য

পঞ্চায়েত দখলের চক্রান্ত, দাবি গেরুয়া শিবিরের৷

North 24 parganas: BJP’s elected Panchayet member arrested over Rape charge
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 26, 2018 7:01 pm
  • Updated:August 27, 2018 8:10 am  

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসাত:  দিন তিনেক বাদে পঞ্চায়েতের বোর্ড গঠন৷ তার আগে আগেই চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি পঞ্চায়েত সদস্য৷ চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার আমডাঙায়৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, ত্রিশঙ্কু পঞ্চায়েত দখল করতেই তাদের নির্বাচিত জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করিয়েছে শাসকদল৷

[ সুপ্রিম রায় নিরপেক্ষ নয়, মার্কসকে উদ্ধৃত করে বিতর্কিত পোস্ট সিপিএম নেতার]

Advertisement

উত্তর ২৪ পরগনার আমডাঙা ব্লকের বোদাই গ্রাম পঞ্চায়েত৷ এর আগে পঞ্চায়েতটি ছিল বামেদের দখলে৷ এবার কোনও দল একক সংখ্যাগরিষ্টতা পায়নি৷ ১৫ আসনের বোদাই পঞ্চায়েতে ৫টি আসন পেয়েছে শাসকদল৷ সিপিএমের দখলে ৬টি আসন৷ আর দুটি করে আসনে জিতেছেন বিজেপি ও নির্দল প্রার্থীরা৷ আগামী বুধবার বোদাই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হবে বলে জানা গিয়েছে৷ রবিবার বারাসাত থেকে বোদাই পঞ্চায়েতের বিজেপি সদস্য অলোক কাহারকে গ্রেপ্তার করল পুলিশ৷ পুলিশের জানিয়েছে, কয়েক দিন আগে তাঁর বিরুদ্ধে আমডাঙা থানায় এফআইআর করেছেন এক তরুণী৷ সেই তরুণীর অভিযোগ, চাকরি প্রতিশ্রুতি দিয়ে দিনের দিন তাঁকে ধর্ষণ করেছে পঞ্চায়েত সদস্য অশোক কাহার৷ অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল সে৷

যদিও দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য ধর্ষণ করেছে, একথা মানতে নারাজ বিজেপি জেলা নেতৃত্ব৷ তাদের পালটা দাবি, রাজ্যে সর্বত্র সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে রোখার চেষ্টা করছে বিজেপি৷  এক্ষেত্রেও বাম ও বিজেপি যদি জোট করে, তাহলে বোদাই পঞ্চায়েতে বোর্ড গঠন করতে পারবে না শাসকদল৷ তাই বোর্ড গঠন প্রক্রিয়া থেকে দূরে রাখতে বিজেপি সদস্য অশোক কাহালকে গ্রেপ্তার করা হয়েছে৷

[রোগীদের রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বার্তা বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement