Advertisement
Advertisement

Breaking News

North 24 Parganas

শাসন হত্যাকাণ্ডে নারীযোগ! সম্পর্কের টানাপোড়েনেই খুন যুবক?

মৃতের প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

North 24 Parganas: A woman arrested in Shasan murder case

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 18, 2024 1:45 pm
  • Updated:November 18, 2024 2:21 pm  

অর্ণব দাস, বারাসত: শাসনে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় প্রকাশ্যে পরকীয়ার তত্ত্ব। এলাকার এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল মৃত আলামিন সাহজির। তা ভেঙে যাওয়াকে কেন্দ্র করেই এই নৃশংস ঘটনা বলেই দাবি মৃতের পরিবারের। ইতিমধ্যেই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু তদন্ত।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) শাসন থানার মহিষগদি সাহাজি পাড়ার বাসিন্দা আলামিন সাহাজি। রবিবার রাতে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে রাতেই উত্তাল হয়ে ওঠে খড়িবাড়ি এলাকা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। যুবকের দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। কিন্তু কেন পিটিয়ে খুন?

Advertisement

আলামিনের পরিবারের অভিযোগ, এক মহিলার সঙ্গে বছরখানেক ধরে সম্পর্ক ছিল যুবকের। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। দাবি, সেই ক্ষোভেই যুবককে পিটিয়ে খুনের ঘটনা। অভিযোগ, পরিবারের লোকজন শাসন থানায় গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। পালটা পুলিশ দাবি করে আত্মহত্যা করেছেন ওই যুবক। তা মানতে নারাজ আলামিনের পরিবার। তাঁদের দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাতেই মৃতের  প্রেমিকাকে গ্রেপ্তারের দাবি ওঠে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সত্যিই কি সম্পর্কের টানাপোড়েনে এই ঘটনা? তা এখনও স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement