Advertisement
Advertisement

মৃত্যুর পরে ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানোর অভিযোগ, উত্তাল নার্সিংহোম

অভিযোগ অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের৷

North 24 Pargana: Complaints of raising the bill after the death
Published by: Sayani Sen
  • Posted:August 25, 2018 8:58 am
  • Updated:August 25, 2018 8:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর পরেও দীর্ঘক্ষণ রোগীকে ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানোর অভিযোগ৷ উত্তাল উত্তর ২৪ পরগনার বারাসতের এক বেসরকারি হাসপাতাল৷ মৃতার পরিবারের লোকজন ওই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান৷ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

[বাড়ির নিচে গুপ্তধনের সন্ধানে নেমে এ কী হাল হল গৃহকর্তার!]

বারাসতেরই বাসিন্দা ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন৷ শুক্রবার রাতে তাঁর অবস্থার অবনতি হয়৷ তড়িঘড়ি বারাসতের ইকো নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ বৃদ্ধার পরিবারের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও চিকিৎসকেরা কোনও ব্যবস্থা নেয়নি৷ অক্সিজেনের প্রয়োজন থাকলেও, তার ব্যবস্থাও করেনি নার্সিংহোম কর্তৃপক্ষ৷ বৃদ্ধার পরিজনদের আরও দাবি, নার্সিংহোমে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধা মারা যান৷ কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে দীর্ঘক্ষণ ভেন্টিলেশনে রাখা হয় ওই বৃদ্ধাকে৷ ভোররাতের দিকে বৃদ্ধা মারা গিয়েছেন বলেই জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ৷ মৃত্যু সংবাদ শুনেই চটে যান বৃদ্ধার পরিজনেরা৷ চিকিৎসায় গাফিলতি ও মৃত্যুর পরেও ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানোর অভিযোগ করেন তাঁরা৷ নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা৷ নার্সিংহোমের কর্মী ও চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা৷ দীর্ঘক্ষণ ধরে বাদানুবাদ চলে৷ যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর পরিবারের অভিযোগ অস্বীকার করেছে৷ তাদের পালটা দাবি, আশঙ্কাজনক অবস্থাতেই বৃদ্ধাকে নার্সিংহোমে আনা হয়েছিল৷ শেষ চেষ্টা করতেই ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করানো হয়েছিল তাঁকে৷ তবে তা সত্ত্বেও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি৷

Advertisement

[মোমো আতঙ্ক এবার দক্ষিণ দিনাজপুরেও, মারণখেলার লিংক এল ছাত্রের মোবাইলে]

ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ পুলিশের তৎপরতায় হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক হয়৷ যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ রোগীমৃত্যুতে বিক্ষোভের জেরে অন্যান্য রোগীদের পরিষেবা পেতে কোনও সমস্যা হয়নি৷ ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিজনেরা৷ বিক্ষোভের জেরে পালটা মৃতার পরিজনদের তরফেও নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement