Advertisement
Advertisement

Breaking News

বিএসএফ আধিকারিক সেজে প্রতারণা! ১৯ হাজার টাকা খোয়ালেন বৃদ্ধ

বনগাঁ থানার দ্বারস্থ প্রতারিত৷

North 24 Pargana: A man lodge FIR against fraud BSF officer

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:October 11, 2018 7:17 pm
  • Updated:October 12, 2018 12:17 am  

নিজস্ব সংবাদদাতা,বনগাঁ: বিএসএফ কর্মী পরিচয় দিয়ে প্রতারণা৷ আর তার জেরে ১৯ হাজার টাকা খোয়ালেন এক বৃদ্ধ৷ উত্তর ২৪ পরগনার চুয়াটিয়া গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ বনগাঁ থানায় ঘটনার অভিযোগ দায়ের করেছেন৷

[মডেলিং-এর টোপ দিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত]

চুয়াটিয়া গ্রামের বাসিন্দা নিশিকান্ত মন্ডল পেশায় আখ বিক্রেতা৷ দিনভর ভ্যানে করেই আখ বিক্রি করেন তিনি৷ উপার্জিত টাকা দিয়েই কোনওক্রমে দিন গুজরান করেন তিনি৷ অন্যান্যদিনের মতো বুধবার ওই এলাকায় আখ বিক্রি করছিলেন নিশিকান্ত|আখের রস খেতে বিক্রেতার কাছে আসে ওই জওয়ান। অভিযোগ, কথায় কথায় সে ওই ব্যবসায়ীকে জানায় কিছু বাজেয়াপ্ত খাদ্যসামগ্রী মজুত রয়েছে জওয়ানের কাছে। এমনকী, সে কম দামে ওই খাদ্যসামগ্রী বিক্রি করতে রাজি বলেও জানায় ব্যবসায়ীকে। বেশি মুনাফার আশায় তিনি ওই সামগ্রী কিনতে রাজি হয়ে যান। জওয়ানের কথা মতো বনগাঁ থানার কাছে যান ব্যবসায়ী ও তাঁর ছেলে। অভিযোগ, সেই এলাকায় পৌঁছানোর পরই ওই ব্যবসায়ীর থেকে টাকা ও আধার কার্ড হাতিয়ে নেয় সে।

Advertisement

[একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, নিজের বাড়িতে খুন বিধবা]

এরপরই বনগাঁ থানার দ্বারস্থ হন ওই বৃদ্ধ৷ থানা লাগোয়া এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ৷ তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি৷ গত কয়েকমাস আগে একইভাবে এক যুবকের বিরুদ্ধে পুলিশ আধিকারিক সেজে প্রতারণার অভিযোগ ওঠে৷ ঘটনার তদন্ত শুরু করে বনগাঁ থানার পুলিশ৷ কল্যাণী থানা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেন তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement