Advertisement
Advertisement
Abhishek Banerjee

হরিচাঁদ-গুরুচাঁদকে যাঁরা ঈশ্বর বলে মানেন না, তাঁদের ভোট নয়! মতুয়াগড়ে হুঙ্কার অভিষেকের

শান্তনু ঠাকুর গত পাঁচবছরে কী কাজ করেছেন, এদিন সেই প্রশ্নও তুললেন অভিষেক।

No vote to non believers of Harichand Thakur and Guruchand Thakur, said Abhishek Banerjee
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 12, 2024 6:29 pm
  • Updated:May 12, 2024 6:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটকে পাখির চোখ করে ফের মতুয়াগড়ে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সেখান থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন তিনি। আমজনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন, “যাঁরা শ্রী শ্রী হরিচাঁদ, শ্রী শ্রী গুরুচাঁদকে ঈশ্বর বলে মানেন না, তাঁদের কি ভোট দেবেন?” বুঝিয়ে দিলেন, বিজেপিকে একটি ভোটও নয়। সিএএ নিয়েও বিজেপিকে আক্রমণ শানালেন অভিষেক।

রাজ্যজুড়ে ভোটের হাওয়া (West Bengal Lok Sabha Election 2024)। রাত পোহালেই লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট। বাকি আরও ৩ দফা। পঞ্চম দফায় ভোট বনগাঁ লোকসভা আসনে। রবিবার ওই আসনের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে বাগদায় সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই মতুয়াদের হয়ে সুর চড়ালেন তিনি। এদিন ফের দাবি করলেন, মতুয়াদের অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। অভিষেকের কথায়, ”স্বরাষ্ট্রমন্ত্রী সভা করে বলে গিয়েছেন মতুয়ারা শরণার্থী। আর আমরা বলছি মতুয়ারা সবাই দেশের নাগরিক। এটাই পার্থক্য।” এখানেই শেষ নয়। এদিন তৃণমূল ‘সেনাপতি’ প্রশ্ন তুললেন, যে সিএএ-কে হাতিয়ার করে মতুয়াগড় নিজেদের দখলে রাখতে চাইছে বিজেপি, সেই দলের কজন নেতা এখনও পর্যন্ত আবেদন করেছেন।

Advertisement

[আরও পড়ুন: ব্যাঙ্কার, রানিমা এবং সমাজসেবীর লড়াই, কৃষ্ণনগর কার দিকে?]

গত পাঁচবছরে এলাকা মূলত মতুয়াদের উন্নয়নের জন্য শান্তনু ঠাকুর কী কাজ করেছেন সেই প্রশ্নও তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার সময় শ্রী শ্রী হরিচাঁদ, শ্রী শ্রী গুরুচাঁদের নাম নিয়েছিলেন মমতাবালা ঠাকুর। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এদিন মতুয়াগড়ে দাঁড়িয়ে সেই ইস্যুও তুললেন অভিষেক। বললেন, “যাঁরা শ্রী শ্রী হরিচাঁদ, শ্রী শ্রী গুরুচাঁদকে ঈশ্বর বলে মানেন না, তাঁদের কি ভোট দেবেন?” স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, বিজেপিকে একটি ভোটও নয়।

[আরও পড়ুন: নীল-সাদার ফ্যাশন শো! চতুর্থ দফার আগে কেন নয়া পোশাক ভোটকর্মীদের?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement