Advertisement
Advertisement

Breaking News

Train

শনিবার লকডাউন উঠলেও বাতিল পদাতিক এক্সপ্রেস, বিপাকে NEET পরীক্ষার্থীরা

শনিবার পদাতিক চালানোর আবেদন করেছেন পরীক্ষার্থীরা।

No trains to run in West Bengal on Saturday
Published by: Monishankar Choudhury
  • Posted:September 10, 2020 9:05 pm
  • Updated:September 10, 2020 9:05 pm  

সুব্রত বিশ্বাস: চলতি সপ্তাহের শুক্রবার, শনিবার লকডাউন ঘোষিত ছিল, সেই প্রেক্ষিতে বাতিল হয়েছিল স্পেশ্যাল ট্রেন। ফলে নাজেহাল NEET পরীক্ষার্থীরা। রবিবার নির্ধারিত পরীক্ষা। শুক্র, শনি আগাম বাতিল হয়েছিল উত্তরবঙ্গগামী একমাত্র ট্রেন পদাতিক এক্সপ্রেস। দু’দিন বাতিল থাকায় মালদহ, শিলিগুড়িতে সিট পড়েছে এমন কলকাতার বহু পরীক্ষার্থী বৃহস্পতিবার ট্রেনটি ধরার পরিকল্পনা নিয়েও যাত্রা করতে পারেননি এদিন ট্রেনটি বাতিল থাকায়। এবার পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শনিবার লকডাউন প্রত্যাহার করলেও চলবে না ট্রেনটি।

[আরও পড়ুন: করোনা পজিটিভ! রিপোর্ট পেয়েই আত্মহত্যা যুবকের, সংক্রমণের আতঙ্কে দেহ পড়ে রইল ৬ ঘণ্টা]

রেল জানিয়েছে, ডাউনে ট্রেন না আসায় এই বাতিলের সিদ্ধান্ত। এদিকে শনিবার লকডাউন বাতিল হওয়ায় পাটনা জন শতাব্দী ট্রেনটিকে ফের ওইদিন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শনিবার পদাতিক চালানোর আবেদন করেছেন পরীক্ষার্থীরা। এদিকে লকডাউন ফলকনাম এক্সপ্রেস বাতিল হওয়ায় অসংখ্য শ্রমিক বৃহস্পতিবার হাওড়া এসে আটকে পড়েন। সেকেন্দ্রাবাদের একদল শ্রমিক বৃহস্পতিবার পাটনা জন শতাব্দী ধরে হাওড়া আসেন। পরপর দু’দিন ট্রেনটি বাতিল হওয়ায় চরম সংকটে পড়েন তাঁরা। তাঁরা জানিয়েছেন, হরিদ্বারে কাজ করেন। এক মাস আগে ফলকনাম এক্সপ্রেসের টিকিট কেটেছেন। হরিদ্বার থেকে পাটনা সেখান থেকে হওড়া এসে ট্রেন বাতিল অসুবিধার মধ্যে পড়েন।

Advertisement

এদিকে আনলক ফোরে রাজ্যে ফিরে আসা শ্রমিকরা উপার্জনের টাকা শেষ হওয়ায় ফের ফিরে যাচ্ছেন কর্মস্থলে। বুধবার রাতে আপ যোধপুর এক্সপ্রেসের ভিড় সামলাতে হিমশিম খান রক্ষীরা। বৃহস্পতিবার ট্রেনটির নো-রুম হয়ে যাওয়ায় অনেকেই বিফল মনোরথ নিয়ে ফিরে যান। আগেই ১৭ সেপ্টেম্বরের আগে পূর্বা একপ্রেস না থাকায় শ্রমিকরা রাজধানী এক্সপ্রেস ধারার পরিকল্পনা নেন। কিন্তু সেখানেও ওয়েটিং লিস্টের তালিকা দীর্ঘ। পানহাবগামী দুর্গিয়ানা এক্সপ্রেসের অবস্থা আরও খারাপ। বৃহস্পতিবার হাওড়া থেকে পাটনাগামী জন শতাব্দী এক্সপ্রেসে যাত্রী ভিড় ছিল চোখে পড়ার মতো। মুর্শিদাবাদ, নদিয়ার শ্রমিকরা ফিরে যাচ্ছেন কর্মস্থলে। ঝাঁঝা, লাক্ষীসরাই যাচ্ছেন বহু শ্রমিক। তাঁদের দাবি, কর্মস্থলে ফেরাতে আরো ট্রেন চালাক রেল।

[আরও পড়ুন: দেড়দিন পরও খোঁজ নেই হুগলির NEET পরীক্ষার্থীর, রহস্য বাড়াচ্ছে মুছে ফেলা হোয়াটসঅ্যাপ মেসেজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement