সৌরভ মাজি, বর্ধমান: খোলা বাজারে ডবল সেঞ্চুরির পথে পিঁয়াজ। সেই পিঁয়াজই কিনা সুফল বাংলার স্টলে মিলছে কেজি প্রতি ৫৯ টাকায়। কিন্তু বর্ধমান শহরের কোথায় সুফল বাংলার স্টল? সোশ্যাল মিডিয়ায় এখন হন্যে হয়ে খোঁজ চলছে তার। সকলেই ফেসবুকে জানতে চাইছেন সুফল বাংলা স্টলের ঠিকানা। কিন্তু মিলছে না উত্তর।
পিঁয়াজের ঝাঁজে বেশ কিছুদিন ধরেই চোখে জল আসছে আমজনতার। তবে তা পিঁয়াজ কাটতে গিয়ে নয়, বাজারে পিঁয়াজ কিনতে গিয়ে। ২০ টাকা থেকে লাফাতে লাফাতে দেড়শোর গণ্ডি ছুঁয়েছে পিঁয়াজ। এবার হয়তো দুশোর ঘরেও কবে ঢুকে যাবে। কেন্দ্র বা রাজ্য সরকারও রাশ টানতে পারছে না দামে। রাজ্য সরকারে তরফে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নিয়মিত বাজারে ঘুরছেনও তাঁরা। কিন্তু দাম এক টাকাও কমেনি। এরই মধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছে কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলার স্টল থেকে ও বেশ কিছু রেশন দোকানে ৫৯ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি করা হবে। আর তাই শুনেই আশায় বুক বাঁধতে শুরু করেন বর্ধমানবাসীও। সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় মানুষজনকে লম্বা লাইনে দাঁড়িয়ে সুফল বাংলার স্টল থেকে পিঁয়াজ কিনতে দেখার ছবি-ভিডিও দেখে বর্ধমান শহরের অনেকেই উৎসাহী হয়ে ওঠেন, কিছুটা রেহাই মিলবে বলে। কিন্তু বর্ধমান শহরের কোথায় যে রয়েছে সুফল বাংলার স্টল তা কেউই জানেন না।
সেই কারণেই সোশ্যাল মিডিয়া হাতড়ে বেরাচ্ছেন তাঁরা। শহরের খোশবাগান এলাকার বাসিন্দা শান্তনু পাঁজা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “বর্ধমান শহরে সুফল বাংলার স্টল কোথায় রয়েছে? আরও অনেকেই এ বিষয়ে জানতে চেয়ে পোস্ট করেছেন। যা নিয়ে কমেন্ট বক্সে অনেক রসিকতাও করেছেন। কেউ লিখেছেন, হুগলির আরামবাগ চলে যেতে, সেখানে সুফল বাংলার স্টল রয়েছে। সেই সঙ্গে যাতায়াতের খরচ -সহ পিঁয়াজের দাম কত পড়ছে তাও বলে দেন একজন। আবার কেউ মস্করা করে বলেছেন, ভোট দেননি বলে না কি বর্ধমানে সুফল বাংলায় স্টল নেই।
কিন্তু হাসি-ঠাট্টার মাঝে এটাই বাস্তব যে, বর্ধমান শহরে সুফল বাংলার কোনও স্টল নেই। পূর্ব বর্ধমান জেলায় একমাত্র কাটোয়া শহরে রয়েছে সুফল বাংলার একটি স্টল। তাই সোশ্যাল মিডিয়ায় যাঁরা বর্ধমান শহরে সুফল বাংলার স্টলের ঠিকানা খুঁজছেন কম দামে পেঁয়াজের আশায়, তাঁদের হতাশ হতেই হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু বলেন, “রাজ্য সরকার সাধারণ মানুষকে সস্তায় পিঁয়াজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। রেশনে মিলছে, সুফল বাংলার স্টলেও মিলছে। তবে সব জায়গায় এখনও সুফল বাংলার স্টল হয়নি। ধীরে ধীরে হচ্ছে। আগামী দিনে এখানেও হয়ে যাবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.