সাংবাদিকদের মুখোমুখি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। নিজস্ব চিত্র
শাহজাদ হোসেন, ফরাক্কা: ছন্দে ফিরতে শুরু করেছে মুর্শিদাবাদ। অশান্তি বিধ্বস্ত সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান এলাকায় নতুন করে আর অশান্তির খবর আসেনি। সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। এলাকায় রুটমার্চ করছে সিআরপিএফ, বিএসএফ, পুলিশ। এদিন কলকাতার ভবনী ভবন থেকে সাংবাদিক বৈঠক করেছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তিনি জানান, শেষ ৩৬ ঘণ্টায় কোনও অশান্তি হয়নি জঙ্গিপুরে। ঘরছাড়ারা ধীরে ধীরে ঘরে ফিরে আসছেন। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মুর্শিদাবাদে গিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কোনওরকম গুজবে কান না দিতে তিনি অনুরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে তিনিও জানিয়েছেন।
গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের একাধিক জায়গায় অশান্তি দেখা যায়। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ, অশান্তি ক্রমশ ছড়াতে থাকে। আতঙ্কে বহু মানুষ ঘরছাড়া হন। পরিস্থিতির গুরুত্ব আঁচ করে রাজ্যের তরফে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত বিএসএফ, সিআরপিএফ এলাকায় যায়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুর্শিদাবাদ যান। পুলিশ ও বিএসএফ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠকও করেন। পুলিশ-প্রশাসন শক্ত হাতেই বিষয়টি আয়ত্তে আনার চেষ্টা করছে। সেই কথাও জানানো হয়। তারপর থেকেই বিভিন্ন এলাকায় বিশাল পরিমাণে পুলিশ, র্যাফ, সিআরপিএফ, বিএসএফ টহল দেওয়া শুরু হয়।
রবিবার থেকে নতুন করে আর কোনও অশান্তি ছড়ায়নি। ওইসব এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। গুরুত্ব বুঝে পার্শ্ববর্তী মালদহ এবং বীরভূম জেলার একাধিক জায়গায় মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে বলে খবর। ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরের দিকে চলে যাওয়া ঘরছাড়া ১৭টি পরিবারকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। অন্যান্য ঘরছাড়াদেরও ফিরিয়ে আনা হচ্ছে বলে খবর। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তিনি জানান, জঙ্গিপুরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। মুর্শিদাবাদ, মালদহ জুড়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ঘটনা ঘিরে প্রচুর গুজব ছড়াচ্ছে। কোনও গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তিনি। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। কাউকে ছাড়া হবে না। সেই কথাও তিনি জোর গলায় বলেছেন। শুধু তাই নয়, সাধারণ মানুষজন কোনও কথা জানলে প্রশাসনকে দ্রুত জানাতে আবেদন করেছেন তিনি।
এদিন মুর্শিদাবাদ গিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সামশেরগঞ্জ থানায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি জানিয়েছেন, সুতি ও সামশেরগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোমবার সকাল থেকেই বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে। নতুন করে আর কোথাও কোনও অশান্তি তৈরি হয়নি। হিংসা ছড়ানোর অপরাধে ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সিআরপিএফ, বিএসএফ, পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে বিভিন্ন জায়গায়। এদিন সকাল থেকে মানুষজন রাস্তায় বেরতে শুরু করেছেন। তবে অনেকের চোখেমুখেই আতঙ্ক রয়েছে। পুলিশ-প্রশাসনও তাঁদের আশ্বস্ত করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.